যাদবপুর কেন্দ্রে এবার কাঁটায় কাঁটায় টক্কর হয়েছে। মিমি চক্রবর্তীকে 💎সরিয়ে তৃণমূল কংগ্রেস এবার সায়নী ঘোষের উপর ভরসা করেছিল। আর তিনি সেই ভরসার দাম রাখলেন। বামেদের তরফে সৃজন ভট্টাচার্য জমিয়ে প্রচার করেছেন, এতটুকু জমি সহজে ছেড়ে দেননি বিপক্ষকে তবুও শেষ হাসি হাসলেন সায়নীই। এবার তাঁর এই জয় নিয়ে কী বললেন অনীক দত্ত?
সায়নীর জয় নিয়ে কী বললেন অনীক দত্ত?
অনীক দত্তের ছবি অপ🦩রাজিততে সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়ের চরিত্রে দেখা গিয়েছিল সায়নী ঘোষেক। এবার ছবির নায়িকা লোকসভা নির্বাচনে জয়ী হতে𝓡ই তাঁকে শুভেচ্ছা জানালেন অনীক দত্ত।
সকলেই জানেন ভূতের ভবিষ্যতের পরিচালক বাম সমর্থক। তা൲ঁকে বামেদের বিভিন্ন মিটিং মিছিলে দেখা যায়। তাঁদের হয়ে কথাও বলেন। তবে এদিন তিনি স𓆏ৌজন্যতা দেখিয়ে শুভেচ্ছা জানালেন সায়নীকে।
টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে এদিন সায়নীর জয় প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনীক দত্ত বলেন, ' আমি সব♍সময়ই সৃজনের হয়েই প্রচার করব। সমর্থন করব। সায়ন🗹ী সত্যিই ভালো অভিনেত্রী। সেই জন্যই আমি ওকে আমার ছবিতে নিয়েছিলাম। কিন্তু একই সঙ্গে সৃজন যে দলের প্রতিনিধি, যে দলের প্রতিনিধিত্ব করে ও আমি সেই দলকেই সমর্থন করব। তবে সায়নী জিতেছে বলে ওকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাব। কিন্তু ওর দলকে সমর্থন করতে পারব না।'
এবারের লোকসভা নির্♒বাচনে সায়নী যাদবপুর কেন্দ্রে প্রায় ২ লাখ ভোটের মার্জিনে জয়ী হয়েছেন। তিনি গত 💜প্রায় তিন মাস ধরে এক নাগাড়ে গরম, ঝড়, জল বৃষ্টি উপেক্ষা করে প্রচার চালিয়ে গিয়েছেন। জনসংযোগ করে গিয়েছিলেন। তাই এবারও শেষ পর্যন্ত যাদবপুর তৃণমূলের হাতেই থাকল।
আরও পড়ুন: নীতীশকে 'একবার দেখ লিজিয়ে' বলছেন রাহুল! লোকসভার ফলাফল বেরোতেই সোশ্য🐭াল মিডিয়া ভাসছে মিমের বন্যায়
অন্যদিকে এই বিষয়ে বলে রাখা ভালো এবার কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোট দিতে গিয়ে হেনস্থার শিকার হন অনীক দত্ত। তাঁকে তৃণমূল কংগ্রেস কর্মীরা হত্যার হুমকি দিয়েছে বলেও দাবি করেছেন🐽। গোটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন পরিচালক।