হাসপাতালে প্রায় দেড় দিন কাটিয়ে ফেলেছেন পরিচালক অনীক দত্ত। ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতারꦯ এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ‘অপরাজিত’ পরিচালককে। এখন কেমন আছেন তিনি? জানা যাচ্ছে পরিচালকের পরিস্থিতি স্থিতিশীল, তবে অক্সিজেন সাপোর্টে রয়েছেন অনীক দত্ত।
মঙ্গলবার রাতে তাঁর অস্থিরতা বেড়েছিল, বুধবার সকাল থেকে সেই অস্থিরতা খানিক কমে। চিন্তার খুব বেশি কারণ না দেখলেও খুব অল্প পরিমাণ অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে ‘ভূতের ভবিষ্যত’ পরিচালককে। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার ‘সিটি পালমোনারি এঞ্জিওগ্রাম করা হবে অনীক দত্তের, যার রিপোর্ট দেখে চিকিৎসকদের ﷽কাছে স্পষ্ট হবে পরিচালকের ফুসফুসের সংক্রমণ ঠিক কতটা মারাত্মক।
এই মুহূর্তে আইসিইউ-তেই রয়েছেন পরিচালক। সূত্রের খবর, আগামী ৪৮ ঘন্টা বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। বেশি কথা বলতে দেওয়া হচ্ছে না পরিচালককে, তাই মেয়ে ও স্ত্রী ছাড়া কারুর সঙ্গে সেভাবে দেখা-সাক্ষাৎ হয়নি অনীক😼 দত্তর। বাবার সুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি শহরে পা রেখেছে অনীক কন্যা ঐশ🦋ী দত্ত।
ভয়ের কিছু দেখছেন না চিকিৎসকরা, তবে এখনও বেশ কিছু শারীরিক পরীক্ষা-নীরিক্ষা চলবে অনীক দত♍্তের। আগামী কয়েকদিন হাসপাাতলেই থাকবেন পরিচালক- তেমনটাই ইঙ্গিত। সব রিপোর্ট ইতিবাচক এলে তবেই ছুটি মিলবে।
পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই সিওপিডি-র সমস্যা রয়েছে অনীক দত্তের। সেইমতো চিকিৎসাও চলছে দীর্ঘসময় ধরে। গত রবিবার ‘সিনেমার সমাবর্তন’ অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক। সেখানেও মঞ্চে ওঠানামা করতে অꦡসুবিধা হচ্ছিল তাঁর। তাঁর শরীর যে ভালো নেই তার ইঙ্গিত মিলেছিল, কিন্তু হাসপাতালে যেতে রাজি হননি পরিচালক। সোমবার রাতে আচমকাই পরিস্থিতি বিগড়ে যায়। এমন🥂 অবস্থা হয় যে শ্বাস নিতে পারছিলেন না তিনি। এরপরই মঙ্গলবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাম-মনস্ক এই পরিচালক নিজের সরকার-বিরোধী অবস্থানের জেরে হামেশাই চর্চায় থাকেন। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মধ্যে দিয়ে টলিউডে আত্মপ্রকাশ তাঁর। এরপর একে একে ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাথবদ🐷 রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’-এর মতো ছবি তৈরি করেছেন তিনি। গত বছর সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’ নির্মাণের নেপথ্য কাহিনি নিয়ে ‘অপরাজিত’ তৈরি করেন অনীক দত্ত। গত বছরের অন্যতম ব্যবসা সফল ছবি এটি। পরিচালকের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন টলিপাড়া।
আরও পড়ুন-অভিনয় কেরিয়ারে ইতি! আগামী সপ্তাহে বিয়ে ‘ঊষসী’র, আমেরিকায় সংসার পা🅠তবেন রুশা
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup