সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ২০২৪-এর জি সিনে অ্যাওয়ার্ড। এদিন তারকাদের আলোয় ঝলমল করছ෴িল অ্যাওয়ার্ড শ্যোয়ের মঞ্চ। ইতিমধ্যেই অ্যাওয়ার্ড শ্যোয়ের বেশ কিছু দৃশ্য বে🍰শ ভালোমতোই ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমের পর্দায়।
এদিন বেস্ট ফিল্ম হিসাবে অ্যাটলির ‘জওয়ান’ কে বেছে দিয়েছে জি। শ্রেষ্ঠ ছবি হিসাবে পুরস্কার পায়নি 'অ্যানিম্যাল। অন্যদিকে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবেও পুরস্কার পাইনি রণবীর কাপুর। কিন্তু এই সিনেমার জন্যই অন্য একটি অ্যাওয়ার্ড দিতে ডাকা হয়েছিল রণবীর পত্নী আলিয়াকে। অ্যানিমাল ছবির জন্যই অ্যাওয়ার্ড পেয়েছেন অনিল কাপুর এবং তাঁর হাতেই অ্যাওয়ার্ড তুলে দিলেন রণবীর পত্🐻নী।
জি সিনে অ্যাওর্ডের বেশ কিছু ঝলক মাঝে-মধ্যেই ধরা পড়ছে সামাজিক মাধ্যমের পর্দায়। এদিন তারকাদের আলোয় ঝলমল করছিল এই অ্যাওয়ার্ড শ্যোয়ে🐬র মঞ্চ। নিজেদের কিয়ারা আডবানি, রানী মুখ্যোপাধ্যায়, কার্তিক আরিয়ান সহ বেশ কিছু তারকা। এবার এমনই এক দৃশ্য ধরা পড়েছে সামাজিক মাধ্যমে। যেখানে অনিল কাপুরের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আলিয়া ভাট।
আরও পড়ুন: ♚ফোন বা ল্যাপটপে সারাদিন সার্চ করেন! আপনার হাঁড়ির খবর কতটা রাখে গুগল
কিন্তু পুরস্কার হাতে পাওয়া মাত্রই এই সম্মান অন্য দু'𓃲জনকে উৎসর্গ করে দিলেন অনিল। পুরস্কার হাতে নেওয়ার পরে নিজের বাবা ও ঋষি কাপুরের উদ্দেশ্যে এটি উৎসর্গ করে দেন তিনি। অনিল কাপুর জানান,'আমাকে এই পুরস্কার দেওয়ার জন্য ধন্যবাদ। এই অভিনব ছবির জন্য সন্দীপ রেড্ডিকে অনেক ধন্যবাদ। তবে এই পুরস্কার আমি আমার বাবা ও ঋষি কাপুরকে উৎসর্গ করতে চাই।'
এ ছাড়াও এদিন মঞ্চে আলিয়ার কাছে রণবীরের কাপুরের পঞ্চমুখে প্রশংসা করেছেন তিনি। অনিল জানিয়েছেন, ‘অ্যানিমেলে অনবদ্য করেছে রণবীর। ত♚াঁর অভিনয় সত্যিই মুগ্ধ করার মতো’ ।
এই বিশেষ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহরুখ খান, অনিল কাপুর, ববি দেওয়ল, কিয়ারা আদাভানি, রানী মুখোপাধ্যায়, কার্তিকไ আরিয়ান সহ একগুচ্ছ তারকারা। ইতিমধ্যেই নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সেই ছবি শেয়ার করেছেন অনেকেই। ঝলমলে পোশাকে নিজেদের একাধিক সুন্দর মুহূর্ত ক্যামের🔴াবন্দি করেছেন বলি তারকারা।
অনিল কাপুর ছাড়াও পুরস্কৃত করা হয়েছে একগুচ্ছ তারকাকে। শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে সম্মানিত হয়েছেন⛄ শাহরুখ খান (জওয়ান), শ্রেষ্ঠ ছবি জওয়ান, শ্রেষ্ঠ ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র কারণে সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন রানী মুখোপাধ্যায়। এ ছাড়াও জি সিনে অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন অরিজিৎ সিং, শিল্পা রাও কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে-সহ অন্যান্যরা।