মুক্তির আগে থেকেই নিজের 'ক্যারিশ্মা' দেখাতে শুরু করেছে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'। ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীরের 'অ্যানিম্যাল'। গত শনিবার থেকেই শুরু হয়েছে ছবির অগ্রিম বুকিং। জানা যাচ্ছে,🃏 রণবীরের ছবি মুক্তির আগেই ২০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
Sacnilk.com-এর একটি প্রতিবেদন বলথে,' অ্যানিম্যাল' ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকা আয় করে ফেলেছে ৷ সর্বশেষ সংখ্যা অনুযায়ী, ছবিটির এখন পর্যন্ত ১২,৫৩৯টি শোয়ের জন্য ৭,৪৫,৯৯২ টি টিকিট বিক্রি হয়েছে। অ্যানিম্যাল-এর হিন্দি শোগুলির জন্য ৫,৭৫,১৯৭ টি টিকিট বিক্রি হয়েছে, তেলুগু শোগুলির জ𓂃ন্য ১,৬৩,৩৬১ টি টিকিট বিক্রি হয়েছে।়
তথ্য বলছে 'অ্যানিম্যাল' অগ্রিম বুকিংয়ে মূলত দিল্লি (৪.০৭ কোটি), তেলেঙ্গানা (৪.১৪ কোটি), মহারাষ্ট্র (৩.২ কোটি), কর✤্ণাটক (২.২৩ কোটি), গুজরাট (১.৪৯ কোটি), অন্ধ্রপ্রদেশ (রুপি) দ্বারা পরিচালিত হয়েছে ২.১৮ কোটি) এবং উত্তরপ্রদেশ (১.৩৪ কোটি টাকা)র টিকিট বিক্রি হয়েছে।
আরও পড়ুন'এক রাতেই আমি ২০-৩০ লক্ষ টাকা আয় করি', ও𒁃রির কথায় হতব🐭াক সলমন
আরও পড়ুন-‘পরমপিয়া’র বিয়ে, চর্চার মাঝেই শ্রীলেখা লিখলেন ‘যে যার নিজের বর, ব🐼উকে সামলে রাখুন…’
'অ্যানিম্যাল' ছবির গল্প লিখেছেন কব💫ীর সিং খ্যাত সন্দীপ রে🧸ড্ডি ভাঙ্গা। তিনিই আবার এই ছবির পরিচালক ও সম্পাদক। ছবিতে রয়েছেন তৃপ্তি ডিমরি। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) অ্যানিম্যাল-কে 'A' শংসাপত্র দিয়েছেন। জানা যাচ্ছে ছবিটি ৩ ঘন্টা ৩৫ মিনিটের।
মূলত বলিউড অভিনেতা হলেও দক্ষিণের বাজারে রণবীর কাপুরের বড় ফ্যান-ফলোয়িং রয়েছে। অন্যান্য বলি তারকাদের তুলনায় দক্ষিণে রণবীর কাপুরের বহু ছবিই বেশে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। মনে করা হচ্ছে, রণবীর অভিনীত এই ছবি ('অ্যানিম্যাল') রাজকুমার হিরানি প🐽রিচালিত ছবি ‘সঞ্জু’কেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে।
বক্স অফিসে ভিকি কৌশল অভিনীত মেঘনা গুলজারের ছবি ‘স্যাম বাহাদুর’-এর মুখোমুখি হতে চলেছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। তথ্য বলছে, রণবীরের ছবি ভিকি কৌশলের ছবিকে ছাপিয়ে গিয়েছে। ভিকির ছবির টিকিট বিক্রি হয়েছে ১৫ হাজারেরও কম৷ এখনও পর্যন্ত 'স্যাম বাহাদুর🌱' ছবির আয় ১.৮২ কোটি টাকা। জানা যা𒉰চ্ছে 'অ্যানিম্যাল' ছবির বাজেট ছিল ১০০ কোটি টাকা, আর সেখানে ভিকি শলের ছবির বাজেট ৫৫ কোটি টাকা