একের পর এক মাইলফলক ছুঁয়ে ফেলছে রণবীরের ‘অ্যনিম্যাল’। এই ছবির পায়ে লাগাম পরায় কার দায়! ছবির ট্রেলার দেখে প্রায় কেউই আশা করেননি যে রণবীরের ছবি বক্স অফিসে এভাবে ঝড় তুলবে! ইতিমধ্যেই বক্স ꧟অফিসে 'গদর', 'সঞ্জু', ‘টাইগার-থ্রি’র মতো ছবির বেশকিছু রেকর্ড ভেঙে ফেলেছে সন্দীপ র♎েড্ডি ভাঙ্গার এই ছবি। আর এবার বিশ্বব্যাপী বক্স অফিসে ফের নতুন রেকর্ড গড়ল Animal।
নয়া রিপোর্ট বলছে মার্কিন বক্স অফিসে আমির খানের ‘দঙ্গল’, রণবীর সিং-এর ‘পদ্মাবত’কে হারিয়ে দিয়েছে 'অ্যানিম্যাল'। হ্যাঁ, ঠিকই শুনছেন শুধু ভারতীয় বক্স অফিসে নয়, মার্কিন বক্স অফিসের দর্শকরাও রণবীর মুগ্ধ। সোমবার পর্যন্ত অ্যনিম্যাল আয় করেছেন ১২ মিলিয়ন ডলার। যদিও মঙ্গলবারের আয় এখনও এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি।এদিকে এখনও পর্যন্ত আমির খানের ‘দঙ্গল’ এবং রণবীর সিং-এর ‘পদ্মাবত’-এর মার্কিন বক্স অফিসে আজীবনের আয় যথাক্রমে ১২.৩৯ মিলিয়ন ডলার এবং ১২.১𒐪৭ মিলিয়ন ডলার। এদিকে মার্কিন বক্স অফিসে 'অ্যানিম্যাল' ঘোড়া এখনও ছুটছে। বাণিজ্য বিশ্লেষকদের দাবি,মার্কিন বক্স অফি༒সে রণবীরের Animal-এর আয় যোগ করলে এটা ইতিমধ্যেই দঙ্গল ও পদ্মবতকে সহজেই হারিয়ে দিয়েছে।
US- বক্স অফিসে এখন রণবীরের অ্যান𒊎িম্যালের আগে রয়েছেন 'বাহুবলী -২', ‘RRR’, 'জওয়ান', এবং ‘পাঠান’। আর এই ছবিগুলির মধ্যে অ্যানিম্যালের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জটা হল RRR, কারণ, এই ছবির কালেকশন ꧟ছিল ১৫.১৫ মিলিয়ন মার্কিন ডলার।
আরও পড়ুন-'উগ্র পৌরুষ'ই ভরসা, তবু থামছে না 'অ্যানিম্যাল'♌ এর দꦜৌড়, ১২ দিনে রণবীরের ছবির আয় কত?