গত ১ ডিসেম্বর মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’। এই ছবিকে ‘নারী বিদ্বেষী’ তকমা দিয়েছে অনেকে। উগ্র পৌরুষের আস্ফালন, অহেতুক হিংসাকে উদযাপন করেছে এই ছবি। অর্জুন রেড্ডি, কবীর সিং-দের মতোই সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ও বিতর্কের কেন্দ্রে। তবে সেইসব বিতর্ককে ফুৎকারে এড়িয়ে দু-হাতে লক্ষ্মী লাভ করছেন নির্মাতারা। আরও ꦅপড়ুন-'ফ🔯েমিনিস্ট ছবি দেখতে হলে ক'জন যান?' অ্যানিম্যাল বিতর্কে বোমা ফাটালেন অনুরাগ
উগ্র-পৌরুষে ভরসা রেখে দেশের বক্স অফিসে প্♌রায় ৫০০ কোটির লক্ষ্যে অবিচল এই ছবি। দু-সপ্তাহ শেষে কত আয় রণবীরের ছবির? প্রাথমিক রিপোর্ট বলছে বৃহস্পতিবার দ🥂েশের বক্স অফিসে এই ছবির আয় দাঁড়াবে ৫.৮ কোটি টাকা। এর সুবাদে ১৪ দিনে ছবির মোট আয় হবে ৪৭৩.৮৯ কোটি টাকা। মাত্র ১০ দিনেই দেশের বক্স অফিসে ৪০০ কোটির গণ্ডি পার করে ফেলেছিল ‘অ্যানিম্যাল’। তারপর থেকে একটু একটু করে কমেছে ছবির আয়। তবে বছরের চার নম্বর ছবি হিসাবে (পাঠান, গদর ২, জওয়ান-এর পর) ৫০০ কোটির ম্যাজিক ফিগার থেকে বেশি দূরে নেই রণবীর।
রণবীরের কেরিয়ারের সবচেয়ে বড় হিট ‘অ্যানিম্যাল’। সঞ্জু (৫৯০ কোটি)-র আয়কে আগেই ছাপিয়ে গিয়েছে এই ছবি। অন্যদিকে দাদা সানির গদর ২-র রেকর্ড ভেঙে দেশের বক্স অফিসের সবচেয়ে হিট হিন্দি ছবির তালিকায় তিন নম্বরে উঠ🥂ে এসেছে ববির ‘অ্যানিম্যাল’।
বক্স অফিস 💖অফিসেও অ্যানিম্যালᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚের গর্জন জারি রয়েছে। সামাজিক মাধ্যমে অফিসিয়াল এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে, অ্যানিম্যাল নির্মাতারা জানিয়েছেন- বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বজুড়ে ৭৭২.৩৩ কোটির টিকিট বিক্রি হয়েছে এই ছবির।
এক নজরে ২০২৩-এর সর্বোচ্চ আয়কারী* ভারতীয় ছবি-
১. জওয়ান- ১১৬০ কোটি টাকা
২. পাঠান- ১০৫৫ কোটি টাকা
৩. অ্যানিম্যাল- ৭৭২.৩৩ কোটি টাকা**
৪. গদর ২- ৬৮৬ কোটি টাকা
৫. জেলর- ৬৫০ কোটি টাকা (*বিশ্ব বক্স অফিসে)
(** এখনও বক্স অফিসে চলছে এই ছবি)
বাবা-ছেলের জটিল সম্পর্কের আবর্তে তৈরি এই ছবিতে রণবীরের বাবার চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। এই ছবির হাত ধরেই ‘জাতীয় ক্রাশ’ রশ্মিকা মন্দানা বলিউড সফর শুরু করলেন। তবে রশ্মিকাকে ছ𓃲াপিয়ে ১০ মিনিটের উপস্থিতিতেই সাড়া ফেলেছেন তৃপ্তি দিমরি। তৃপ্তি দিমরি এবং রণবীরের বেডসিন বিতর্ক ঘিরে কম হইচই হচ্ছে না সোশ্যাল মিডিয়ায়।
দেশের বক্স অফিসে ৫০০ কোটি ছুঁলেও বিশ্বজুড়ে ১০০০ কোটির ব্যবসা করার স্বপ্ন অধরাই থাকতে পারে রণবীরের। ২১শে ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখ খানের ‘ডাঙ্কি’। পরদিন আসছে ‘সালার’। সুতরাং ꦏরণবীরের হাতে রয়েছে আর ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚমাত্র ৬ দিন। এই সময়ের মধ্যে ২২০ কোটির লক্ষ্য পূরণ হবে? বক্স অফিসের অঙ্কটা কঠিন।