আরজি কর বিতর্ক হোক বা🐻 পর๊পর কাজ, সম্প্রতি একাধিক কারণেই খবরের শিরোনামে দেখা যাচ্ছে অনির্বাণ ভট্টাচার্যর নাম। সেই অভিনেতাই এদিন পরকীয়া থেকে প্রেম নিয়ে কী জানালেন?
আরও পড়ুন: পর্দায় যেন💜 ভূতেদের ছড়াছড়ি! ৩ য💛ুগের ৩ 'পেত্নী'কে নিয়ে আসছে 'ভূততেরিকি'
প্রেম এবং পরকীয়া নিয়ে কী মত অনির্বাণের?
এদিন নিবেদিতা অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে অনির্বাণ ভট্টাচার্য প্রেম থেকে শুরু করে পরকীয়া নিয়ে মন্তব্য করেন। সেখানেই তিনি বলেন, 'কারও প্রতি প্রেম জাগলে আমি বু🏅ঝতে যে আমার প্রেম প্রেম পাচ্ছে। তারপর সেটা নিয়ে কী করব, সেটা যেমন হবে হবে।' একই সঙ্গে বলেন, 'পরকীয়া ইজ গুড। পরকীয়া পরকীয়ার জন্যই ভালো। ভিন্নতা নয়। দ্বন্দ্ব যত থাকবে তত ভালো।'
সদ্যই মুক্তি পেয়েছে অনির্বাণ অভিনীত সিরিজ তালমার রোমিও জুলিয়েট। পরপর একাধিক শেক্সপিয়রের সাহিত্য নিয়ে কাজ করেছেন। সেক্ষেত্রে প্রেমের জন্য অনির্বাণের আইডল কে রাধা কৃষ্ণ নাকি♑ রোমিও জুলিয়েট? এই বিষয়ে অভিনেতার সাফ উত্তর তিনি রাধা কৃষ্ণকেই এগিয়ে রাখবেন।
তালমার রোমিও জুলিয়েট প্রসঙ্গে
তালমার রোমিও জুলিয়েট সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে দেবদত্ত রাহা এবং হিয়া রায়কে। গল্পে উঠে এসেছে প্রেম, বিচ্ছেদ, প্রতিহিংসা, প্রতিশোধ এবং কষ্টের কথা। অর্পণ গড়াই এই সিরিজের পরিচালনা করেছেন। ক্রিয়েটিভ পরিচালক হিসেবে ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। স্ক্রিপ্ট লিখেছেন দুর্বার শর🍒্মা। অন্যান্য চরিত্রে এই সিরিজে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, পায়েল দে, অনুজয় চট্টোপাধ্যায়, দুর্বার শর্মা, প্রমুখকে।
আরও পড়ুন: 'সি♌নেমা হেরে গিয়েছে', হঠাৎ এমন কেন বললেন অনির্বাণ?
অনির্বাণ ভট্টাচার্যর অন্যান্য কাজ
আসছে ভূততেরিকি। সেই সিরিজেও ক্রিয়েটিভ পরিচালক হিসেবে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য। এই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে আভেরি সিংহ রায়, ঐশ্বর্য সেন, দীপান্বিতা সরকার, দেবরাজ ভট্টাচার্য, সৌনক কুন্ডু🥃, প্রমুখ। পরিচালনায় নবাগত পরিচালক কৌশিক হাফিজি। বিভিন্ন সময়কালের ভূতেদের কথা নিয়ে তৈরি হবে হরর কমেডি জ্যরের সিরিজ ভূততেরিকি। এখানে যেমন পলাশীর যুদ্ধ আমলের ভূত থাকবে, তেমনি থাকবে বিদ্যাসাগরের আমলের। বাদ যাবে না ১৯৭০ এর দশকে মরে গিয়ে ভূত হয়েছে এমন পেত্নীদের কথাও। কলকাতার একট🧔ি ভূত বাংলোয় একটি সিনেমা নির্মাতাদের ছয়জনের দল এসে কীসের সম্মুখীন হয় সেটাই দেখা যাবে সিরিজে।