সারেগামাপা শোটি বহু বছর ধরে যিশু সেনগুপ্ত সঞ্চালনা করে এসেছেন। কিন্তু কয়েক বছর আগে তাঁর জায়গায় নতুন সঞ্চালক হয়ে আসেন আবির চট্টোপাধ্যায়। এবার তাঁকে সরে যেতে হবে? নতুন সঞ্চাল✨ক হয়ে ধরা দেবেন অনির্বাণ ভট্টাচার্য? না না, বিষয়টা একেবারে সেটা নয়। নতুন শো নিয়ে আসছেন তিনি।
জি বাংলা সারেগামাপার নতুন সঞ্চালক হচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য?
সম্প্রতি জানা গিয়েছে অভিনয়, প🦹রিচালনা এবং দুর্দান্ত গান গাওয়ার পর এবার সঞ্চালনার দায়িত্বে অনির্বাণ ভট্টাচার্য। তাও যে সে শো নয়। বাংলার অন্যতম হিট রিয়েলিটি শো সারেগামাপা নতুন শো সারেগামাপা লেজেন্ডসের সঞ্চালনা করতে চলেছেন তিনি।
আরও পড়ুন: পয়লা বৈশাখে বিশেষ চমক প্রসেনজিৎ - ঋতু🏅পর্ণার, প্রকাশ্যে অযোগ্যর মুক্তির দি🎶ন, কবে আসছে ছবিটি?
আসছে জি বাংলার উদ্যোগে নতুন𒉰 শো সারেগামাপা লেজেন্ডস। সেখানে সমস্যা ভারতীয় সঙ্গীতশিল্পীদের শ্রদ্ধা জানানো হবে। এই শোয়ের সঞ্চালনা করবেন অনির্বাণ ভট্টাচার্য। এই শোতে পশ্চিমবঙ্গ তো বটেই, সঙ্গে মুম্বই এবং বাংলাদেশের একাধিক শিল্পীদের গান শুনতে পারবেন দর্শকরা।
এই শো প্রসঙ্গে অনির্বাণ ভট্টাচার্য বলেন, 'আমি গান খꦰুব ভালোবাসি। আমার কানে সবসময় হেডফোন থাকে। তাই এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব পেয়ে আমি খুবই খুশি। এটা আমার কাছে একটা স্মরণীয় ব্যাপার হয়ে থাকবে।'
আরও পড়ুন: দুই বছরে দুটো প্রেম, মাকে দেওয়া কথা রাখতে পরে অমিতকে বিয়ে, ড🥂ালমিতার গল্প শুনে হেসে খুন রচনা
সিধু, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত প্রমুখ এই শোয়ের মিউজিক ডিজাইন করছেন। প্রসঙ্গত জি বাংলাতে সারেগামাপাও আসছে, সেটার প্রথম প্রোমোতে আবির চট্টোপাধ্যায়কেই দেখা গিয়েছে। তাই অনেকের মনেই সন্দেহ উঁকি দিয়েছিল যে ব্যাপারটা কী! আসলে এই দুটো শো আলাদা। দুটো শোয়ের 🎐সঞ্চালক হয়ে আসবেন অনির্বাণ এবং আবির।