মৃণাল সেনকে নিয়ে নতুন ছবি আনছেন অঞ্জন দত্ত। একদিকে যখন সৃজিত মুখোপাধ্যায় ‘পদাতিক’ নিয়ে আসছেন মৃণাল সেনের জীবনীর উপর ভিত্তি করে অন্যদিকে অন্য রকম গল্প, অন্য অ্যাঙ্গেলে তাঁর এই নতুন ছবির গল্প বলবেন অঞ্জন দত্ত। তাঁর এই ছবির নাম ‘চালচিত্র এখন’। কিছুদিন ধরেই এই ছবির বিষয়ে নানা আপডেট দিয়েছেন তিনি। এবার জানালেন এই ছবির পোস্ট প্রোডাকশনের একদম শেষ পর্যায়ে আছেন তিনি। অর্থাৎ আর কিছুদিনের অপেক্ষা এই নতুন ছবি মুক্ত♚ি পেতে।
অঞ্জন দত্ত নানা সময় নানা ছবি, বিভিন্ন ধারার গল্প উপহার দিয়েছেন বাংলা সিনে জগৎকে, বাংলা দর্শককে। সেই সব চেনা ছকের বাইরের গল্প, ভাবনা সমাদৃতও হয়েছে। এর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য ‘আমি আসব ফিরে’, ‘ম্যাডলি বাঙালি’, ‘চলো লেটস গো’, ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘বং কানেকশন’, ইত্যাদি। এবার সেসবকে ছাপিয়ে 🙈গিয়েও একদম অন্য রকমের গল্প ꦏবলবেন অঞ্জন। অন্তত তেমনটাই তিনি জানালেন তাঁর পোস্টে।
মৃণাল সেনের সঙ্গে একটি ছবি পোস্ট করে পরিচালক লেখেন,🉐 'আমার ছবি চালচিত্র এখনের পোস্ট প্রোডাকশনের একদম শেষ ভাগে আছি আমি এখন। এই ছবিটির প্রযোজনা সম্পূর্ণ ভাবে আমি এবং আমার ছেলে নীল দত্ত করেছি। আমার মনে হয় এযাবৎকাল পর্যন্ত যা যা ছবি বানিয়েছি এটা তার মধ্যে সব থেকে স্বতঃস্ফূর্ত ভাবে বানিয়েছি। আমি এখানে কোনও কাল্পনিক গল্প বলিনি। এই মানুষটার সঙ্গে আমার যা যা স্মৃতি আছে সেটাকেই পর পর তুলে ধরেছি। আমি জানি দর্শকরা হয়তো অনেকেই এই ছবি পছন্দ করবেন না। তবুও আমি বিশ্বাস করি এখনও এমন কিছু দর্শক গোটা পৃথিবী জুড়ে আছেন যাঁরা এই ধরনের সিন﷽েমা পছন্দ করেন। সংখ্যাটা কম হলেও আমার জন্য অনেকটাই বড়।'
তিনি তাঁর পোস্টে আরও বলেন, 'আমি জানতাম অন্য কোনও প্রযোজক এই ছবি বানাতে রাজি হতেন না। তাঁরা কেউই এর আগ🦂ে মৃণাল সেনের চালচিত্র দেখেননি। তাঁরা হয়তো আমাদের বাধ্য করত কিছু অতিরঞ্জিত করে দেখানোর জন্য। কিন্তু আমি আমার এই শ্রদ্ধা অতিরঞ্জিত⛦ করে দেখাতে পারতাম না। তাই নিজেদের প্রযোজনায় স্বতঃস্ফূর্ত ভাবেই এই ছবি নির্মাণ করেছি। নিজের কাছে সৎ থেকে এই ছবি বানিয়েছি।'