আরজিকরের ডাক্তারকে খুন ও ধর্ষণ করার প্রতিবাদে জমায়েত হয়েছিলেন আশুতোষ কলেজ। আর তাতে পথে নেমেছিলেন দীপ্সিতা ধর, অঞღ্জন দত্ত, উষসী চক্রবর্তীরা। সম্প্রতি এক ভিডিয়ো সামনে এসেছে যেখানে দুর্নীতি-র বিরুদ্ধে গলা চড়িয়েছ🔥েন বর্ষীয়ান গায়ক অঞ্জন দত্ত।
‘আমি খুব লজ্জিত যে শহর আমাকে অনেক কিছু শিখিয়েছে, সেখানে এরকম লজ্জাজনক ঘটনা ঘটে গেল। সেই জন্য আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস। সে যত উপরেই থাকুক না কেন। সঠিক বিচার চাইছি।ꦛ তাই আমি এখানে এসেছি। অঞ্জন দত্ত হয়ে আসিনি, সহ-নাগরিক হিসেবে এসেছি, এই কলেজের প্রাক্তনী হিসেবে এসেছি। এখন আর জাস্টিস চাওয়াটা শুধু একটা ঘটনার জন্য নয়। আরও অনেক ঘটনা এর সঙ্গে জড়িত। আমরা এখন সেটা সবাই জানি। তাই সুবিচার চাই।’, বলতে শোনা যায় গায়ক-পরিচালক অঞ্জন দত্তকে।
আরও পড়ুন: ‘লাঠি আমার গায়ে পড়তে🍰 পড়তে…’, যুবভারতীর সাম🍰নে পুলিশের কোন রূপ দেখল উষসী-সৌরভরা?
এরপর অবশ্য বেশি কথা বলতে চাননি গায়ক! তিনি অন্য কাউকে কথা বলার অনুরোধ করে সরে যান। এরপরই ভিডিয়োতে দেখা যায়, আশুতোষের ছেলমেয়েরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে থাকেন। এমনকী বাংলার সরকার বিরোধী নানা স্লোগানও ওঠে সেখানে। যদিও তিনি নিজে কোনও সরকার বিরোধী মন্তব্য করেননি। সম্পূর্ণ অরাজনৈতিক ভাবেই বিꦯচার চেয়েছেন নির্যাতিতার।
আরও পড়ুন: ‘চটিচাটা টিএমসি, এরা সম্ভাব্য ধর্ষক’♕! ব্রা নিয়ে কটাক্ষ, মমতা টেনে জবাব শ্রীলেখার
দেখুন ভিডিয়ো-
কদিন আগে আরজি করের প্রতিবাদ মঞ্চ থেকে যেভাবে ফিরিয়ে দেওয়া হয় অপর্ণা সেনকে তা নিয়েও মুখ খোলেন তিনি। তাঁর ব🌌িরুদ্ধেও স্লোগান তোলা হয়েছিল। আর তখন অঞ্জন দত্ত বলেন, ‘অপর্ণা সেন, আমি লজ্জিত। আরজি করের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আপনি যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তার জন্য আমি লজ্জিত। আমি আরও অবাক হচ্ছি এটা দেখে ꦍযে আপনাকে যে সমস্ত পোস্টে অপমান করা হচ্ছে, সেখানে আমাদেরই ইন্ডাস্ট্রির সহকর্মীরা লাইকও করেছেন! রাজ্যের বেশিরভাগ রাজনৈতিক দলগুলি যখন নৈতিকভাবে দেউলিয়া হয়ে যায়, তখন তারা সেইসব বুদ্ধিমান এবং সংবেদনশীল ব্যক্তিদের চূড়ান্ত অপমান করেন, যাঁরা কোনও দলের অঙ্গুলি হেলনে চলেন না।’
আরও পড়ুন: মাতৃহারা কৌশিক গঙ্গোপাধ্যায়, শেষকৃত্য সেরেই উপস্থিত আ🥃রজি কর𓄧 কাণ্ডের প্রতিবাদে
‘নিজের মাথা উঁচু রাখুন। এই শহরে যথেষ্ট সংবেদনশীল, বুদ্ধিমান, সৎ লোক রয়েছেন যাঁরা আপনার কণ্ঠস্বরের কদর করেন। আর, এই অন্ধকার সময়ে আপনার মতো একজন সাহসী মানুষেরই প🌄্রয়োজন।’, আরও লিখেছি🐲লেন তিনি।