পরনে স্কুলের পোশাক, পিঠে ব্যাগ। পেতে আঁচড়ানো চুল, চোখে মোটা ফ্রেমের চশমা। বাবার ব𒉰াইকের পিছনে বসে স্কুলে যেতে তৈরি কিশোর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 💖এই ছবি। দেখুন তো পুরোনো ছবি দেখে আজকের এই টলি তারকাকে চিনতে পারেন কিনা!
ছবির স্কুলছাত্রটি এখন টলিউডের অন্যতম নামজাদা সঙ্গীতশিল্পী। সম্প্রতি সংবাদ শিরোনামে উঠে এসেছেন তাঁর ভাঙা বিয়ের জন্য✤। এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন? হ্যাঁ, নবম বা দশম শ্রেণিতে পড়া এই স্কুলছাত্র আর কেউ নন, আজকের হিট গায়ক তথা সুরকার ﷽অনুপম রায়।
ছোট থেকেই পড়াশোনায় তুখোড় ছিলেন অনুপম। খিদিরপুরের সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড ডে স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়েছিলেন, এরপর এমপি বিড়লা ফাউন্ডেশনে ভর্তি হন। গানে কেরিয়ার গড়ার আগেই একজন সফল ইঞ্জিনিয়ার যাদবপুরের কৃতি ছাত্র অনুপম। ২০০৪ সালের ব্𓂃য়াচে পড়াশোনা অনুপমের, গোল্ড মেডেল ন🅷িয়ে ইঞ্জিনিয়ারিং শেষ করেন। বছরের শেষদিন বাবার জন্মদিনে ফেলে আসা কৈশোরের ছবিটি পোস্ট করেন গায়ক। সঙ্গে লেখেন, ‘বাবা তুমি আমার হিরো, শুভ জন্মদিন’।
হ্যাঁ, বাবার জন্মদিনেই এই মিষ্টি ছবিখানা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অনুপম রায়। সৃজিত মুখোপাধ্যায়ের অটোগ্রাফ ছবির 'আমাকে আমার মতো থাকতে দাও'-এর 🌳হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা রাখা অনুপমের। দেখতে দেখতে ১৩ বছরের সুরেলা সফর পার করেছেন অনুপম। দীর্ঘ সময়ে অনুপমের কেরিয়ারে ভাটা পড়েনি। তাঁর লেখনি তরুণ প্রজন্মকে বরাবর আকৃষ্ট করেছে।
গত কয়েক মাসে ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গিয়েছে অনুপমের𝓀। দু-বছর আগেই পিয়া চক্রবর্তীর সঙ্গে দ্বিতীয় বিয়ে ভাঙে অনুপমের। পিয়াকে হারানোটা তাঁর জীবনের অপূরণীয় ক্ষতি, জানিয়েছিলেন অনুপম। বছরের শেষলগ্নে পরমব্রত চট্টোপাধ্য𒉰ায়কে বিয়ে করেন পিয়া। সেই নিয়ে কম কাটাছেঁড়া হয়নি।
২০২৩ সালে ব্য়ক্তিগত চড়াই উতরাই পেরিয়েও সুপারহিট অনুপমের সুর। ‘দশম অবতার’ ছবির ‘আমি সেই মানুষটা আর নেই'-এর পাশাপাশি ‘বাউন্ডুলে ঘুড়ি’ও সমান জনপ্রিয়তা পেয়েছে। অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের গাওয়া সেই গানেღর সুর আর কথাও অনুপম রায়ের। বছরের শেষে দেবের প্রধান ছবিতে শোনা গিয়েছে অনুপমের গান- ‘ফিরে এসো তাসের ঘর হয়ে’। গানজুড়ে যেন বি🌌রহের যন্ত্রণা।
বছর শেষে বাউন্ডুলে ঘুড়ির আনপ্লাগড ভার্সন নিয়েও হাজির হয়েছেন অনুপম। দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুপমে✱র গাওয়া সেই গানটিকে।