অনুরাগের ছোঁয়ার সূর্যের উপর দর্শকদের অဣভিযোগ রয়েছে, সে নাকি বিয়ে করা বউ দীপাকে জীবনে সঠিক স্থান আর সম্মান দিতে ব্যর্থ হয়েছে। আর বাস্তবে দিব্যজ্যোতি দত্তের চর্চিত প্রেমিকের তালিকা বেশ লম্বা। তাไ সে রোশনি তন্বী ভট্টাচার্য থেকে সৌমিতৃষা কুণ্ডু, স্বস্তিকা দত্ত--- কতই না নাম এসেছে তাঁর জীবনে। কিন্তু বর্তমানে নিজেকে তিনি সিঙ্গেল বলেই দাবি করেন।
দিব্যজ্যোতি এক সাক্ষাৎকারে, লিভ ইনের থেকে এগিয়ে রাখলেন বিয়েটাই! নিবেদিতা অনলাইনক⭕ে বললেন, ‘আমাদের তো⭕ শাস্ত্রমতে অনেক রকম বিয়ে হয়। আসল হল দুটো মানুষের বোঝাপড়া, একে-অপরের কাছে আত্মসমর্পণ করা। এবার দুটো মানুষ কীসে খুশি থাকে, তা বলা মুশকিল। তবে আমার ক্ষেত্রে হয়তো বিয়েটাই হবে। কিন্তু লিভ ইনও হয়ে যেতে পারে। এখন বলা খুব মুশকিল। অনেক দূরের ব্যাপার। আর লিভ ইনটা তো গান্ধর্ব মতে বিয়েই। দুটো মনের মিলনই সব’, বলতে শোনা গেল অনুরাগের ছোঁয়ার নায়ককে।
‘বিয়ে মানে একটা অথরাইজেশন। অনেকে লিভ ইনে সঙ্গীকে ঠকায়। আমার ভাই প্রারোদ্ধি আর অস্মিতা চক্রবর্তী দীর্ঘদিন ধরে লিভ ইন করছে। ওরাএকে-অপরের প্❀রতি খুব সৎ।’, লিভ ইন সম্পর্কে আরও বলেন দিব্যজ্যোতি।
আরও পড়ুন: ইদে নুসরত যেন নিষ্কলঙ্ক চাঁদ, বউকে ম্যাচিং করে সাজ যশের, ঈশা🍷নকে দেখতে উৎসুক নেট꧑পাড়া
দিব্যজ্যোতি খুব ইশ্বর বিশ্বাসী। 🧜যার ছাপ পড়ে তাঁর সোশ্যাল মিডিয়াতেও। জানালেন, ‘মা খুব আদ্যাত্মিক। মায়ের থেকেই এটা পেয়েছি। আমার বাড়িতে মা ꩵলক্ষ্মীর পুজো করা হয়। মহাদেব আছে, গোপাল আছে। মাকে দেখেছি ঠাকুরের সেবা করতে। সেটাই আমার জীবনেও প্রভাব ফেলেছে।’
আরও পড়ুন: ইদে সলমনের বাড়ির বাইরে উত্তাল জনতা, চলল🧜 🃏লাঠি, বাবা সেলিমকে নিয়ে বারান্দায় দাবাং
কলেজ পড়তে পড়তেই জয়ী ধারাবাহিকে কাজের সুযোগ আসে। সেই সময় ইতিহাসে অনার্স নিয়ে পড়তেন। তবে প্রথম বর্ষের পর আর কলেজের পড়াশোনা করতে পারেননি। শেষ করা হয়নি গ্র্যাজুয়েশন। বর্তমানে নিউট্রিশনে ডিপ্লমা করছেন অনুরাগে🌠র ছোঁয়ার সূর্য দিব্যজ্যোতি। আপাতত তাঁকে আর স্বস্তিকার জুটিকে মনপ্রাণ দিয়ে ভালোবাসে দর্শক-অনুরাগীরা। দুই বছরের বেশি সময় ধরে টিআরপি তালিকাতেও ভালো নম্বর পেয়ে আসছে জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি।