ইন্ডিয়ান আইডলের সে❀রা ১২-তে জায়গা হয়নি সঞ্চারী সেনগুপ্তর মতো বাংলার পরিচিত মুখের। সুপার সিঙ্গারের বিজয়ী বেরিয়ে গিয়েছ♏েন ইন্ডিয়ান আইডল থেকে, যা বড় ধাক্কা বাঙালিদের জন্য। গত রবিবার ফের একবার চিন্তায় ঘুম উড়েছিল বাঙালি দর্শকদের। কারণ সবার প্রিয় অনুষ্কা পাত্র ভোট না পেয়ে পৌঁছে গিয়েছিল ‘বটম থ্রি’তে। কম ভোট পাওয়ার কারণে ‘ডেঞ্জার জোনে’ ঠাঁই হয় নিউ আলিপুরের মেয়ে অনুষ্কার।
অনুষ্কার পাশাপাশি কম ভোট পাওয়ায় শো থেকে বেরিয়ে যাওয়ার খাঁড়া ঝুলছিল রূপম ভারনারিয়া এবং চিরাগ কোটওয়ালের উপর। শেষমেষ সবচেয়ে কম ভোট পেয়ে 🍬এলিমিনেট হয়ে গেল রূপম। সেরা ১১-য় জায়গা করে নিল অনুষ্কা ও চিরাগ। ভালো পারফর্ম করা সত্ত্বেও কেন দর্শক মনে জায়গা করে নিতে পারছেন না অনুষ্কা? সেই নিয়ে ঘোর চিন্তায় তাঁর ভক্তরা। এর আগে দু-বার ট্রফি জয়ের খুব কাছে এসেও স্বপ্ন অধরা থেকেছে অনুষ্কার। জি বাংলার সারেগামাপা ২০২১-র ফাইনালিস্ট ছিলেন অনুষ্কা। পাশাপাশি জি টিভির সারেগামাপা লিটল চ্যাম্পস (২০১৯)-এর ফাইনালিস্ট ছিলেন তিনি।
ইন্ডিয়ান আইডলের সেরা ১৫-য় এইবার জায়গা করে নিয়েছিল সাত বাঙালি প্রতিযোগী। প্রীতম রায় এবং সঞ্চারী সেনগুপ্ত আগেই বিদায় নিয়েছেন। তবে বাঙালির মনে🦂 ট্রফি জয়ের আশা জিইয়ে রেখেছেন সোনাক্ষী. দেবস্মিতা, বিদীপ্তা, সেঁজুতি এবং অনুষ্কা। যদিও গতবার যেমন পবনদীপ রঞ্জন সবচেয়ে পপ্যুলার প্রতিযোগী ছিল, তেমনই এইবার ইন্ডিয়ান আইডলের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগী হিসাবে উঠে আসছে ঋষি সিং-এর নাম। এমনকী বিরাট কোহলি পর্যন্ত ঋষির ভক্ত।
গত সপ্তাহে সুপারস্টার সিঙ্গার ২-এর প্রতিযোগিদের সঙ্গে ইন্ডিয়ান আই🌸ডল প্রতিযোগিদের যুগলবন্দি দেখল দর্শক। ‘বচপন স্পেশ্যাল এপিসোড’-এ হাজির হয়েছিল সোনি টিভির খুদে সুপারস্টার গায়করা। অন্যদিকে বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন সুভাষ ঘাই।🐠 গানে, গল্পে, আড্ডায় জমে উঠেছিল আসর।