ভারত এবং পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে গোটা দেশের মানুষের সুরক্ষার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন সেনাবাহিনী। তাঁরাই হলেন আসল নায়ক। সম্প্রতি এমনই একটি পোস্টে লাইক দিতে দেখা যায় বলিউ অভিনেত্রী অনুষ্কা শর্মাকে।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক ব্যক্তি পোস্ট করে লিখেছিলেন, ‘কঠিন সময়ে আপনি বুঝতে পারেন যে সেনাবাহিনীর সদস্যরাই আসল নায়ক, বলিউড সেলিব্রেটি অথবা ক্রিকেটাররা নন।’ এই পোস্ট শেয়ার হওয়ার পরেই পোস্টে লাইক দিয়ে সম্মতি প্রকাশ করেছেন অনুষ্কা। অনুষ্ঠান নিজে একজন অভিনেত্রী, অন্যদিকে স্বামী বিরাট একজন বিশ্ব বিখ্যাত ক্রিকেটার, কিন্তু তারপরেও তিনি এই পোস্টে লাইক করে সেনাবাহিনীর উদ্দেশ্যে নিজের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
আরও পড়ুন: মায়ের পাশাপাশি শাশুড়িকেও মাতৃদিবসের শুভেচ্ছা সিদ্ধার্থের, বাদ গেলেন না কিয়ারা
আরও পড়ুন: মাতৃ দিবসে দুই মায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন সলমন, বাবাকে জানালেন ধন্যবাদ
তবে এই প্রথমবার নয়, ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছিলেন অনুষ্কা। বীর সৈনিকদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি লিখেছিলেন, ‘কঠিন সময়ে সকলকে রক্ষা করার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর কাছে আমরা চির কৃতজ্ঞ থাকব। তাঁরা ও তাঁদের পরিবারের ত্যাগের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। জয় হিন্দ।’

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, অনুষ্কা হলেন কর্নেল অজয় কুমার শর্মার মেয়ে, যিনি ১৯৮২ সাল থেকে দেশের হয়ে প্রতিটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যেগুলির মধ্যে অন্যতম ছিল অপারেশন ব্লুস্টার এবং কার্গিল যুদ্ধ। ১৯৯৯ সালে কর্নেল অজয় কুমার যখন দেশের হয়ে লড়াই করছিলেন তখন অনুষ্কার বয়স ছিল মাত্র ১১ বছর।
আরও পড়ুন: 'তুমিই ছিলে আমার...', মাতৃ দিবসে প্রয়াত মায়ের উদ্দেশ্যে কী লিখলেন বনি কাপুর?
আরও পড়ুন: 'কোনও বোকা মহিলার জন্য...', গোবিন্দার সঙ্গে বিয়ে ভাঙার খবরে ঠিক কী বললেন সুনীতা?
২০১২ সালে একটি সাক্ষাৎকারে বাবাকে নিয়ে গর্ব প্রকাশ করে অনুষ্ঠাকে বলতে শোনা গিয়েছিল, ‘কার্গিল যুদ্ধের সময় ছিল ভীষণ কঠিন সময়। তখন আমি ভীষণ ছোট, মাকে দেখে ভয় পেতাম। মা সারাদিন নিউজ চ্যানেল চালিয়ে রাখতেন। তবে এত কিছুর পরেও আমি বলতে পারি একজন অভিনেত্রী হওয়ার থেকেও আমি একজন কর্নেলের মেয়ে, এটাই আমার কাছে সবথেকে বড় গর্বের বিষয়।’