অনুষ্কা শর্মার ভক্তদের জন্য মন খারাপ করা খবর। বিশ বাঁও জলে অনুষ্কা অভিনীত ঝুলন গোস্বামী বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এর ভবিষ্যত। নেপথ্যে রয়েছে বড় কারণ! ভামিকার জন্মের পর একমাত্র এই ছবিতেই কাজ করেছেন অনুষ্কা। গত পাঁচ বছরে নায়িকার কোনও ছবি মুক্তি পায়নি। অনুষ্কার শেষ রিলিজ ছিল জিরো। আরও পড়ুন-সদ্যোজাত ছেলেকেܫ নিয়েই ব্যস্ত অনুষ্কা, মেয়ে ভামিকাকে নিয়ে তাই লন্ডনের রেস্তোরাঁয় বিরাট কোহলি
ভামিকার জন্মের পর ২০২২ সালে ঝুলনের বায়োপিকের শ্য়ুটিং করেছিলেন অভিনেত্রী। গত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার মা হন অনুষ্কা। অকায়ের জন্মের পর এখনও অন্তরালে অনুষ্কা। কেন অনিশ্চিত হয়ে পড়ল ঝুলনের বায়োপিকের মুক্তি? জানা যাচ্ছে, ছবির প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মসের সঙ্গে ওটিটি জায়েন্ট নেটফ্লিক্স ইন্ডিয়ার চুক্তি ভেঙে গিয়েছে। নেটফ্লিক্সেই মুকꩲ্তি পাওয়ার কথা ছিল এই ছবির।
২০১৩ সালে ভাই কার্নেশ শর্মার সঙ্গে হাত মিলিয়ে ক্লিন স্লেট ফিল্মস তৈরি করেছিলেন অনুষ্কা। তারপর এই ব্যানারের আওতায় একাধিক চর্চিত ছবি তৈ𝕴রি হয়েছে, তালিকায় রয়েছ ‘পরী’, ‘বুলবুল’ কিংবা ‘কলা’র মতো ছবি। বছর কয়েক আগে অনুষ্কা এই সংস্থা থেকে ব্যক্তিগত কারণে সরে আসেন। তবে কাজ আটকে থাকেনি। এই প্রযোজনা সংস্থার সাম্প্রতিক নিবেদন ‘কোহরা’ও প্রশংসা কুড়িয়েছে। কিন্তু চাকদা এক্সপ্রেস মুক্তির আগেই গোল বাঁধল ওটিটি প্ল্যাটফর্ম আর সংস্থার।
খবর, বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না নেটফ্লিক্স ও ক্লিন স্লেট ফিল্মসের, এছাড়াও শিল্পগত মতপার্থক্যের জেরে নাকি চুক্তি টিকলো না! আর সেই চুক্তি না টেকায় ঝুলে থাকল অনুষ্কা ‘চাকদা এক্সপ্রেস’ এবং বিজয় বর্মা ও তৃপ্তি দি🗹মরি অভিনীত ‘আফগানি স্নো’। নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার উদ্দেশেই তৈরি হয়েছিল এই দুই ছবি। পেপিংমুনের একটি রিপোর্ট জানাচ্ছে, এই দুটি ছবি নেটফ্লিক্সের থেকে পুনরায় কিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে ক্লিন স্লেটের। তবে এর জন্য কি ভারী মূল্য চোকাতে হবে কার্নিশকে?
‘চাকদা এক্সপ্রেক্স’-এর পোস্ট-প্রোডাকশনের কাজও সম্পন্ন। তবে এই ট🥃ানাপোড়েনে আপতত আটকে ‘আফগানি স্নো’ পোস্ট প্রোডাকশন। নেটফ্লিক্স শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই প্রথম কোনও ছবির উপর থেকে হাত তুলে নিল এমনটা নয়। এর আগে অভিষেক বচ্চনের ‘বব বিꦡশ্বাস’-এর থেকে পিছু ছাড়িয়েছিল নেটফ্লিক্স, সেই ছবি মুক্তি পায় জিফাইভে। অন্যদিকে আব্বাস-মস্তানের ‘পেন্টহাউস’ থেকেও সরে দাঁড়িয়েছে নেটফ্লিক্স, ঝুলে সেই ছবির ভবিষ্যত।