অপরাজಌিতা আঢ্য ছোট পর্দা হোক বা বড় পর্দা, সর্বত্রই সাবলীল। আর তিনি পর্দায় থাকা মানেই সেটা জমে ওঠা। বর্তমানে তাঁকে স্টার জলসার জল থই থই ভালোবাসা ধারাবাহিকে দেখা যাচ্ছে। এই ধারাবাহিকে সম্পর্কের নানা ইকুয়েশন উঠে এসেছে। বাস্তব জীবনে 🍬সম্পর্ক নিয়ে কী ভাবেন অপরাজিতা?
সুখী সংসারের নেপথ্যে থাকে কোন কারণ?
অপরাজিতা আঢ্যর প্রায় ২৭ বছরের বিবাহিত জীবন। এতগুলো বছর ধরে কাজের পাশাপাশি সংসারকে দক্ষ হাতে কীভাবে সামলে এসেছেন অভিনেত্রী? এই প্রসঙ্গে তিনি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমার পরিবারে সদস্য সংখ্যা ১২। আমাদের এই পেশাকে সামলে এই একান্নবর্তী পরিবারে আমি আছি। আসলে আমি মনে করি বিয়ে মানে কোনও ভালো লাগা নয়, কোনও ভালোবাসাও না। এটা দায়িত্ব। যদি তুমি সবার দায়িত্ব নাও, সবাই তোমার দায়িত্ব নেবে। আমার যখন বিয়ে হয়♕ তখন সংসারে তিনজন ছিল। শ্বশুর শাশুড়ি চাকরি করতেন, স্বামীও এই ইন্ডাস্ট্রির মানুষ। ওঁরা যে যাঁর মতো আসতেন, খেতেন, শুয়ে পড়তেন। আমার তখন মনে হয়েছিল এটা কোনও সংসার নয়। এরপর আমি খুড়শ্বশুর, ননদ সবাইকে নিয়ে থাকতে শুরু করি।'
সম্পর্ক ভাঙা নিয়ে কী বললেন অপরাজিতা?
টলিউড থেকে সাধারণ মানুষ, আজকাল হামেশাই সম্পর্ক ভাঙে। চার পাঁচটা বিয়ে করেন কেউ কেউ। কিন্তু এমন সময় পারফেক্ট রিলেশনশিপ বানাতে কী করা উচিত? উত্তরে অপরাজিতা বলেন, 'পারফেকশন খুঁজতে গিয়েই আমরা ভুল করি। জীবনে বা প্রকৃতিতে কিছুই নিখুঁত নয়। মানুষের গুণ দেখে আমরা ভালোবাসি। আর ভালোবাসলে সেখানে চুক্তি থাক🎀ে না।'
সম্পর্ক আর ধৈর্য নিয়ে কী মত?
এই প্রসঙ্গে অপরাজিতা আঢ্য জানান, 'এখন আর কেউ কারও উপর নির্ভরশীল নয়। মেয়েরা আ♈গে ভাবত বিয়ের পর আর মা বাবা দায়িত্ব নেবে না। কিন্তু এখন মেয়েটা স্বা𝓰বলম্বী। অন্যায়, অত্যাচার মেনে নেয় না। আত্মসম্মানে আঘাত লাগল মানবেই বা কেন?'
আরও পড়ুন: জিৎ-অঙ্কুশ ফেল, দেবই সেরা! ‘প্রধান’ পরিচালক অভিজিৎ বললেন, 'বাকিরা নিজেদ🐓ের সময়ের সঙ্গে...'
অপরাজিতা আঢ্যর প্রজেক্ট
অপরাজিতা আঢ্যকে বর্তমানে জল থই থই ভালোবাসা ধারাবাহিকে দেখা যাচ্ছে। তাঁর চরিত্রের নাম কোজাগরী। সে প্রাণ ভরে বাঁচে। সত্যের পাশে নিশ্চিন্তে দাঁড়ায়। এই ধারাবাহিকটি রোজ রাত ಞনয়টা থেকে দেখা যায়।