রবীন্দ্রনাথকে নিয়ে 'মস্করা' করেছেন গোবিন্দার বোনপো ক্রুষ্ণা অভিষেক। নেটফ্লিক্স ইন্ডিয়ার ‘দ্য কপিল শর্মা শো’ নিয়ে শুক্রবার ফেসবুকে গর্জে উঠেন কবি-গীতিকার-পরিচালক শ্রীজাত। সেই নিয়ে রীতিমতো হইচই কাণ্ড। শ্রীজাত সমর্থনে সুর চড়ান সৃজিত, ইন্দ্রদীপ দাশগুপ্তরা। ‘একলা চলো রে’ গানটি নিয়ে অশাল♛ীন ঠাট্টায় ক্ষুব্ধ হন শ্রীজ🥃াত, কাজলের মতো বাঙালি অভিনেত্রী সেই ‘মস্করা’য় হেসে গড়িয়ে পড়ায় মর্মাহত কবি।
রবীন্দ্রসঙ্গীতের অপমান, কপিল শর্মার শো নিয়ে শ্রীজাতর প্রতিবাদেের মাঝেই উলটো সুর অভিনেত্রী-পরিচালক অপরাজিতা ঘোষের গলায়। ফেসবুকে তাঁর সটান প্রশ্ন, ‘রবীন্দ্রনাথ কি আমাদের বাবার সম্পত্তি! এই বঙ্গে কবিকে নিয়ে ঠাট্টা করার অনুমতি রয়েছে! রাজ্য বদলাতে তখন সেটা অপমান এবং অপরা🍌ধ হয়ে যায়’।
অপরাজিতা বলেন,🦋 ‘মীরাক্কেলে তো ভেঙে মোর ঘরের চাবিটাকে চোদ্দটা বাজিয়ে দিত মীর! সেখানে ‘ভেঙে মোর ঘরের তালা… অসম শালা’ এইসব গাওয়া হত। তখন তো শ্রীজাতদা মুখ খোলেননি। আর সত্যি বলতে রবীন্দ্রনাথ এই নিয়ে মাথা ঘামাতেন বলে আমার মনে হয় না। কারণ উনি এই সব ঠাট্টা-ইয়ার্কির অনেক উর্দ্ধে। মাঝখান থেকে শ্রীজাতদা বললেন, এই অংশ যদি এডিট করে বাদ না দেওয়ায় হয় আমি কেস করব। কেসটা কাদের মধ্যে হবে, রবীন্দ্রনাথ বনাম কপিল শর্মা?’