রবিবার সকালে অপর্ণা সেন সমাজমাধ্যমের পাতায় অপর্ণা সেন ফেডারেশন এবং ফেডারেশনের সভাপতিকে নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন। অনেꦉকেই যেমন তাঁর সেই প্রশ্নগুলোকে সমর্থন করেছেন, তেমন অনেকেই আবার কটাক্ষ করেছেন যে এতদিন তিনি কেন চুপ করে ছিলেন সেই বিষয়ে। এবার গোটা বিষয় নিয়ে মুখ খুললেন খোদ বর্ষীয়ান অভিনেত্রী তথা পরিচালক।
আরও পড়ুন: কুণালের অনুরোধ, মহালয়ায় মুক্তি পাবে না প্রান্তিক-রাজন্যার 'তিলোত্তম⛎াদের গল্প'?
জবাবে কী বললেন অপর্ণা?
অপর্ণা সেন এদিন এই বিষয়ে উত্তর দিতে গিয়েআনন্দবাজারকে জানান, 'ফেডারেশনের সঙ্গে তিনিই যোগাযোগ রাখেন মূলত যিনি প্রোডাকশন দেখেন। আমি 💦তো কখনও প্রযোজনার কাজ করিনি। সবসময় ক্রিয়েটিভ দিক নিয়েই ব্যস্ত থেকেছেন কখনও কখনও প্রোডাকশন থেকে বলা হতো অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিতে হবে, সেটাও ওঁরাই ঠিক করে দিতেন। আমাকে বলাও হয়নি। ছবির বাজেটও আমি নিজে বানাই নাম কতদিনের শ্যুটিং হবে, ক্যামেরাম্যান, এডিটর হিসেবে কাদের চাইছি, কোন চরিত্রে কোন অভিনেতাকে চাই বা বিশেষ কোনও যন্ত্র বা আলো লাগবে কিনা এসব বলে আমি শট ডিভিশনে মন দিই। লোকেশন বাছি। ওয়ার্কশপ করাই। ꦺআমি বছর বছর ছবি বানাই না যে এসব নিয়ে মাথা ঘামাব।'
একই সঙ্গে তিনি জানান ডিরেক্টরস ꦺগিল্ডের তরফে তাঁকে কিছু জানানো হয়নি। সম্প্রতি এক পরিচালক তাঁকে একটি ফেসবুক পোস্ট ফরোয়ার্ড করার পর সেটা দেখে তাঁর যা যা প্রশ্ন মনে উঁকি দিয়েছিল সেগুলোই তিনি এদিন লিখেছেন বলে জানান।
কী জানিয়েছেন স্বরূপ?
অন্যদিকে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে উদ্দেশ্য করে এদিন অপর্ণা সেন যে প্রশ্নগুলো করেছেন সেগুলোর জবাব স্বরূপ দেবেন বলে জানিয়𒅌েছেন। তাও সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন: বলিউডে পা রেখেই দীর্ঘদিনেꦛর সম্পর্কে ইতি! ব্রেকআপ প্রসঙ্গে অদ্রিজা বললেন, ‘খুব ꦰভেঙে পড়েছিলাম…’
কী কী প্রশ্ন করেছেন অপর্ণা?
এদিন অভিনেত্রী স্বরূপ বিশ্বাসের উদ্দেশ্যে একাধিক প্রশন করে লেখেন, ‘প্রথম প্রশ্ন, শ্রী স্বরূপ বিশ্বাস কি সিনেমা তথা টেলিভিশন ইন্ডাস্ট্রির কোনও টেকনিশিয়ান? যদি না হন, তাহলে শুধুমাত্র🦹 TMC’র পার্টি সদস্য হওয়ার সুবাদে কেমন করে তিনি এই ইন্ডাস্ট্রির ফেডারেশনের সভাপতি পদে বহাল থাকতে পারেন? শুনলাম তাঁর নাকি সহকারী পরিচালকের কার্ড আছে। কিন্তু আমি যতদূর জানি, অন্তত দুটি ছবিতে অবসার্ভারের কাজ না করলে সহকারী পরিচালকের কার্ড পাওয়া যায় না। দ্বিতীয় প্রশ্ন, তিনি যে দুটি ছবিতে অবসার্ভার ছিলেন, সেই দুটি ছবির নাম কী? তৃতীয় প্রশ্ন, সহকারী পরিচালকের কার্ড হাতে পাওয়ার পর থেকে তিনি আজ পর্যন্ত ক’টি ছবিতে কাজ করেছেন, এবং ছবিগুলির নাম কী? শুনেছি সহকারী পরিচালকের কার্ড হাতে পাওয়ার ১৩ মাসের মধ্যে কোনও ছবিতে সহকারী পদে কাজ না করলে, সহকারী কার্ডটি খারিজ হয়ে যায়। একথা যদি সত্যি হয়, এবং উনি যদি ১৩ নাসের মধ্যে কোনও ছবিতে কাজ না করে থাকেন, ওঁর কার্ড কি খারিজ করা হয়েছে?’