মুম্বইয়ে এসেছেনApple কো🃏ম্পানির কর্ণধার টিম কুক। হালে এই শহরে খোলা হয়েছেApple-এর একটি দোকান। আর সেটির উদ্বোধনেই হাজির হয়েছেন কুক। দোকান উদ্ব♐োধনে হাজির ছিলেন দেশের বহু নামজাদা মানুষ। তাঁদের অনেকেই কুকের সঙ্গে ছবি তোলেন। কিন্তু এর মধ্যে আলাদা করে মাধুরী দীক্ষিতের সঙ্গে যে কুকের বন্ধুত্ব বেশ জমে গিয়েছে, তা কয়েকটি কথা থেকেই পরিষ্কার।
মাধুরী এদিಞন তার বরের সঙ্গেই হাজির ছিলেনApple-এর দোকানের উদ্বোধনে। তার পরে তিনি কুককে নিয়ে যান বিশেষ খাবারের দোকানে। সেই খাবারটি হল মুম্বইয়ের অত্যন্তꦛ বিখ্যাত স্ট্রিট ফুড বড়া পাউ। দু’জনের বড়া পাউ খাবার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে মাধুরী লেখেন, মুম্বইয়ে এর থেকে ভালো করে আর কীভাবেই বা স্বাগত জানানো যেত?
কিন্তু এই বড়া পাউ কেমন লাগল কুকের? পৃথিবীর অন্যতম নামজাদা ব্যবসায়ী তথাApple কোম্পানির কর্ণধার টিম কুক খাদ্যরসিক হিসাবে পরিচিত মহলে বিখ্যাত। বড়া পাউ খেয়ে তাঁর প্রতিক্রিয়াও অসাধারণ। মাধুরীর পোস্ট-টিকেই তিনি রিটুইট করেন। এবং লেখেন, ‘মাধুরী🐼෴ দীক্ষিতকে ধন্যবাদ আমার জীবনে প্রথম বড়া পাউয়ের সঙ্গে আলাপ করানোর জন্য। অসাধারণ খেতে।’
টিম কুকের এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্🃏যাল মিডিয়ায়। বড়া পাউ নিয়ে অনেকেরই খুব আবেগ রয়েছে। বিশেষ করে মুম্বই-বাসীদের তো বটেই। রাস্তার খাবার বা স্ট্রিট ফুড হিসাবে এটি ব্যাপক জনপ্রিয়। এমনকী সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট ফুডের তালিকাতেও একেবারে প্রথম দিকে থাকবে এই বড়া পাউ। এহেন ভারতীয় খাবারটি যে কুকের পছন্দ হয়েছে, তাতেই আহ্লাদে আটখানা ভারতের স্ট্রিট ফুড-প্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় চলছে মন্তব্যের বন্যা।
(এই খবরটি আপনি পড়তে পারেন🧔 HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )