এই যুগে দাঁড়িয়ে কত কিছুই না সম্ভব। মানে এতদিন যা যা অবাস্তব মনে হতো, এখন সেগুলোই বাস্তবে ঘটছে। মৃত ব্যক্তির কণ্ঠে রেকর্ড হচ্ছে গান! ভাবা যায়! আসলে সবটাই আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের খেল, বুঝলেন কিন🃏া! ভাবছেন ব্যাপারটা কী? আসলে আগামীতে মুক্তি পেতে চলেছে রজনীকান্ত অভিনীত ছবি লাল সেলাম। সদ্য সেই ছবির নতুন গান থিমিরি ইয়েজহুদা মুক্তি পেয়েছে। গানটি তৈরি করেছেন এক এবং অদ্বিতীয়ম এ আর রহমান। গানটি গেয়েছেন কারা, থুড়ি গানটিতে কাদের কণ্ঠ ব্যবহৃত হয়েছে জানেন? প্রয়াত গায়ক বাম্বা বাক্য এবং শাহুল হামিদ। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে এই দুই প্রয়াত গায়কের গলা ব্যবহার করে এই গানটি বানানো হয়েছে।
সোমবার প্রকাশ্যে আনা হয়েছে এই গানটি। নির্মাতাদের তরফে এদিন টুইটার অর্থাৎ যা বর্তমানে এক্স নামে পরিচিত স💯েখানে গানটির বিষয়ে সমস্ত তথ্য পোস্ট করা হয়। স🀅েই পোস্টে লেখা হয়, 'বাম্বা বাক্য এবং শাহুল হামিদের দুর্দান্ত কণ্ঠ শোনা যাবে লাল সেলাম ছবির থিমিরি ইয়েজহুদা গানে। এটা সম্ভব হয়েছে টাইমলেস ভয়েসেস এক্স, যা কিনা AI ভয়েস মডেল।'
এরপর এ আর রহমান নিজেও এই পোস্ট রিটুইট করেন এবং প্রজেক্টের বিষয়ে আরও বিস্তারিত ভাবে জানান। তিনি জানান, 'আমরা ওঁদের পরিবারের থেকে অনুমতি নিয়েছে এবং যোগ্য সাম্মানিক পাঠিয়েছি তাঁদের কণ্ঠ ব্যবহার করার𝄹 জন্য। টেকনোলজি ভয়ের কিছু বা খারাপ কিছু নয় যদি আমরা সেটাকে সঠিক ভাবে ব্যবহার করতে জানি তবে।'
প্রসঙ্গত বাম্বা বাক্য একজন জনপ্রিয় তামিল প্লেব্যাক গায়ক ছিলেন। তিনি ২০২২ সালে প্রয়াত হন। অন্যদিকে শাহুল হামিদ উর্বশী উর্বশী গানটির জন্য খ্যাতি পেয়েছিꦕলেন। তিনি ১৯৯৭ সালে প্রয়াত হন।
লাল সেলাম ൩ছবিটির পরিচালনা করেছেন ঐশ্বর্য। এক ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বিষ্ণু বিশাল এবং বিক্রান্তকে। রজনীকান্তকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। ৯ ফেব্রুয়ারি মু♔ক্তি পাওয়ার কথা এই ছবির।