মাত্র এক মাসের ব্যবধানে রাজ্যে অরিজিৎ সিং-এর দ্বিতীয় কনসার্ট! মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেজিয়ামে সাজোসাজো রব অরিজিৎ সিং-এর কনসার্ট ঘিরে। এদিন ভোররাতে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে চেয়ে জিয়াগঞ্জ থেকে এনজিপি পৌঁছান গায়ক। মাটির মানুষ অরিজিৎ তাই, আম জনতার সঙ্গে ট্রেনে চেপে ♛কনসার্ট ভেনুতে পৌঁছাতে একবিন্দুও বাঁধেনি তাঁর।
নিউ জলপাইগুড়ি স্টেশনে রাত পৌনে তিনটের সময় তিস্তা-তোর্সা এক্সপ্রেস ঢুকতেই অরিজিৎকে দেখতে উপচে পড়ে ভিড়। ভিড় ঠেলে হোটেলে পৌঁছান গায়ক, তাঁর ঠোঁটের কোণার হাসি ছিল অটুট। জিয়াগঞ্জ থেকে প্রায় জনা তিরিশেক বন্ধুদের 🧸নিয়ে শিলিগুড়ি পৌঁছেছেন অরিজিৎ। আয়োজক তোচন ঘোষের কথায়, ‘অরিজিৎ ওদের সব জায়গাতেই নিয়ে যায়, মুম্বই হোক বা বাংলা। বন্ধুদের ভোলেনি ও’।
বাংলায় কনসার্ট যেহেতু এদিন ফের একবার কিংবদন্তি বাঙালি শিল্পীদের গান মঞ্চে শোনাচ্ছেন অরিজিৎ, সঙ্গে রয়েছে গায়কের নিজস্ব♕ হিট গান ‘বেখায়ালি’, ‘দেবা দেবা’, ‘রা🔯বতা’।
মাথা🀅য় নীল পাগড়ি, সঙ্গে নীল রঙা টি-শার্ট, সাদা প্যান্ট আর নীল-সাদা জ্যাকেটে এ🙈দিন গিটার হাতে মঞ্চে দেখা মিলল অরিজিতের। ১৪ হাজার দর্শকের উপস্থিতিতে একের পর এক হিট গান গেয়ে চলেছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র।
অভাবী শিশুদের জন্য হাসপাতাল গড়তে চান অরিজিৎ। এর আগে মুম্বইয়ের কনসার্ট মঞ্চ থেকে সে কথা বলে♎ছিলেন তিনি। এদিনের কনসার্ট থেকে প্রাপ্ত টাকার একটা পয়সাও নিজে নেবেন না অরিজিৎ, সবটাই যাবে দুঃস্থ শিশুদের হার্টের চিকিৎসায়, একথা জানিয়েছেন আনুষ্ঠানের আয়োজক। সূত্র মারফত জানা গিয়🐻েছে শিলিগুড়ি কনসার্টের জন্য আড়াই কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অরিজিৎ, বর্তমানে দেশের সবচেয়ে হায়েস্ট পেইড শিল্পী অরিজিৎ সিং।
এই প্রথমবার উত্তরবঙ্গে অরিজিতের শো, শুরু থেকেই টিকিটের চাহিদা থেকেছে আকাশছোঁয়া। এদিন বিকাল থেকেই স্টেডিয়াম জুড়ে দর্শকদের ভিড়। সন্ꩵধ্যা গড়াতেই মঞ্চে ওঠেন অরিজিৎ। গানে গানে জমিয়ে দিলেন আসর। এদিন শুধু শিলিগুড়ি নয়, সিকিম, দার্জিলিং, কালিম্পং থেকে অরিজিৎ ভক্তরা আসছেন প্রিয় মানুষটার গান শুনতে। গত ফ্রেব্রুয়ারিতে কলকাতায় পারফর্ম করেছেন ঘরের ছেলে অরিজিৎ, আজ ফের একবার চেনা পরিবেশে গিটারে সুরের ঝংকার তুললেন গায়ক।