বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত সঙ্গীত শিল্পী বাংলার অরিজিৎ সিং। জিয়াগঞ্জর এই ভূমিপুত্রর সাদামাটা জীবন যেমন থাকে আলোচনায়, তেমনি তাঁর দিল দরিয়া স্বভাবও কারুর অজানা নয়। মুর্শিদাবাদের উন্নয়নে একাধিক কর্মসূচী গ্রহণ করেছেন অরিজিৎ, এবার ফের তাক লাগালেন এই তারকা গায়ক। রাজ্যের সর্বোচ্চ করদাতাদের তালিকায় একদম উপরের দিকে অরিজিৎ সিং-এর নাম। এই তালিকায়📖 প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও পিছনে ফেলেছেন অরিজিৎ!
⛎গত অর্থবর্ষে পশ্চিমবঙ্গের যে বাসিন্দারা মোটা অঙ্কের আয়কর মিটিয়েছেন, তাদের মধ্যে সেরা পাঁচের তালিকায় রয়েছেন অরিজিৎ। টিভি নাইন বাংলার এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের দেওয়া তথ্য বলছে ২০২২-২৩ অর্থবর্ষে কলকাতা থেকে মোট ৫৬ হাজার ৪২৪ কোটি টাকা আয়কর বাবদ আয় হয়েছে কেন্দ্র সরকারের। যার বেশিরভাগটাই কর্পোরেট ট্যাক্স। প্রায় ২৯ হাজার ৯৩০ কোটি টাকা গিয়েছে কর্পোরেট সেক্টর থেকে।
অন্যদিকে ব্যক্তিগত করদাতাদের তালিকায় জ্বলজ্বল করছে অরিজিৎ সিংঃএর নাম। এ রাজ্য থেকে সবচেয়ে বেশি ব্যক্তিগত ট্যাক্স দিয়েছেন নন্দিনী মোদী। প্রায় ৭০ কোটি টাকা ট্যাক্স দিয়েছেন তিনি। দ্বিতীয় বিড়লা গ্রুপের প্রধান কুমারমঙ্গলম, তিনি আয়কর দিয়েছেন ৫৯෴ কোটি টাকার। তিন নম্বরে রয়েছে শিল্পপতি বরুণ রাঠি (৪৮ কোটি টাকা)। এই তিনজনের পরেই ঠাঁই পেয়েছেন অরিজিৎ সিং। জানেন কত কোটি টাকা আয়কর বাবদ কেন্দ্র সরকারকে দিয়েছেন গায়ক?
‘চলেয়া’ গায়ক ১৮ কোটি টাকা আয়কর দিয়েছেন, ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় এই অঙ্কটা এক লাফে তিন গুণ বেড়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় চলতি অর্থবর্ষে আয়কর দিয়েছেন ১১ কোটি টাকা। তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও নাম রয়েছে তালিকায়। ২.১ কোটি টাকার ইনকাম ট্যাক্স দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ। তবে আশ্চর্যজনকভাবে এই তালিকায় নাম নেই🦂 টলিউডের কোনও অভিনেতা-অভিনেত্রীর।
উল্লেখ্য, কলকাত🗹া জোনের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাজ্য সিকিম এবং আন্দামান-নিকোবর অন্তর্গত।