'লে ছক্🃏কা'! এবার আন্তর্জাত♕িক স্তরের শিল্পীদেরও হারিয়ে দিলেন বাংলার ছেলে অরিজিৎ সিং। অরিজিতের করিশমার কাছে কুপোকাত টেলর সুইফট, বিলি আইলিশ এবং এমিনেমের মতো আন্তর্জাতিক স্তরের তারকা। হ্যাঁ ঠিকই পড়ছেন। ঠিক কী ঘটেছে?
তাহলে একটু খোলসা করেই বলা যাক। এই মুহূর্তে গান শোনার꧙ জনপ্রিয় প্ল্যার্টফর্ম স্পটিফাই। আর এবার স্পটিফাই-এর তথ্য বলছে গান শোনার নিরিখে টেলর সুইফট, বিলি আইলিশ এবং এমিনেমের মতো আন্তর্জাতিক স্তরের তারকাকেও হারিয়ে দিয়েছেন ভারতের অরিজিৎ সিং। তবে অরিজিৎ এখন এড শিরান এবং আরিয়ানা গ্র্যান্ডের পিছনে রয়েছেন🌼। অরিজিৎ এখন র্যাপার ড্রেক, কানাডিয়ান গায়ক দ্য উইকেন্ড, রিহানা এবং অ্যাডেলের মতো গায়ক, স্পটিফাই-এর নিয়মিত যাঁদের গান শোনা হয়, তাঁদেরকেও ছাড়িয়ে গিয়েছেন। বিশেষ করে গত আট মাসে অরিজিতের গান শোনার হিড়িকে এমনই ফলাফল হয়েছে।
এই মুহূ্র্তে অরিজিতের সর্বাধিক শোনা গানগুলির মধ্যে রয়েছে 'চলেয়া', যেটি কিনা শাহরুখের 'জওয়ান' ছবির গান। গানের দৃশ্যায়নে দেখা গিয়েছে শাহরুখ ও নয়নতারাকে। এদিকে এই গানটি🌠 অবশ্য মুক্তির ⛎৩ ঘণ্টার মধ্যে ২৭ লক্ষ ভিউও হয়েছিল। গানটি সুর করেছেন অনিরুদ্ধ রবিচন্দর ও গীতিকার কুমার। এর আগে অরিজিৎ-এর সঙ্গে জসলিন রয়েলেরএকক ‘হিরিয়ে’ গানটিও সুপারহিট। সাম্প্রতিক মুক্তি পাওয়া করণ জোহরের রোমান্টিক কমেডি ‘রকি অর রানি কি প্রেম কাহানি’তে গান গেয়েছেন অরিজিৎ সিং। ‘তুম কেয়া মিলে’, ‘হোয়াট ঝুমকা’ এবং ‘ভে কমলেয়া’ গেয়েছেন অরিজিৎ। এছাড়াও 'বাওয়াল'-এ ‘তুমহে কিতনা পেয়ার কার্তে’ও গেয়েছেন অরিজিৎ।
এছাড়াও সাম্প্রতিক অরিজিতের সবচেয়ে বিতর্কিত গানটি হল ‘পসুরি নু’, যার মূল গানটি কিনা পাকিস্তানি গায়কের। রণবীর কাপুরের ‘তু ঝুথি ম্যায় মক্কর’ ছবিতে রোমান্টিক গান ‘তেরে পেয়ার মে’, ভিকি কৌশলের ছবি ‘জারা হাটকে জারা বাঁচকে’ থেকে ‘ফির অর কেয়া চাহিয়ে’ এবং সানি দেওল-অভিনীত ব্লকবাস্টার গাদার-2-এ ‘খয়রিয়াত’ গানটিও গেয়েছেন অরিজিৎ সিং। তাহলে বুঝতেই পারছেন, অরিজিৎ সিং-এর সাম্প্রতিক গাওয়া গানের তালিকাটা বেশ লম্বা। স্বাভাবিকভাবেই🅰 অরিজিৎ এখন তাই স্💛পটিফাইতেও গান শোনার নিরিখে উপরের দিতেই রয়েছেন।