সাহিত্যিক মহাশ্বেতা দেবীর অনুপ্রেরণায় তৈরি হচ্ছে অরিন্দম শীলের পরবর্তী ছবি ‘মহানন্দা’। ছবিতে নাম ভূমিকায় গার্গী রায়চৌধুরী। ছবির নাম ‘মহানন্দা’। ছবির ঘোষণা হয়ে গিয়েছিল♛ গত বছরই। কিন্তু করোনার জেরে শ্যুটিং পিছিয়ে যায়। চলতি বছরের এপ্রিলে ছবির কিছু অংশের শ্যুটিং করা হয়। উত্তর কলকাতার একটি বাড়িতে গার্গী রায়চৌধুরী-দেবশঙ্কর হালদারদের নিয়ে কিছু দৃশ্যের শ্যুট হয়।
ছবিতে মহাশ্বেতা দেবীর ভূমিকায় গার্গী রায়চৌধুরী এবং বিজন ভট্টাচার্যের ভূমিকায় রয়েছেন দেবশঙ্কর হালদার। অন্যান্য চরিত্রে দেখা যাবে ইশা সাহা ও অর্ণ মুখোপাধ্যায়কে। করোনার জেরে শ্যুটিং বন্ধ হয়ে গেলেও আজ থেকে ফের শ্যুটিং শুরু হল ছবির। দক্ষি🐬ণ কলকাতার ২৩ পল্লীতে শ্য়ুটিং করেন ‘মহানন্দা’র টিম।
অন্যদিকে কাকতলীয় ভাবে আজ মহাশ্বেতা এবং বিজন পুত্র নবারুণ ভট্টাচার্যের জন্মদিন। সেই সম্পর্কে বলতে গিয়ে পরিচালক অরিন্দম জানিয়েছেন, তাঁদের মঙ্গলবার শ্যুটিং শুর🍌ু হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। বুধবার নবারুণ ভট্টাচার্যকে উৎসর্গ করেই শ্যুটিং শুরু করেন তাঁরা। বিষয়টা কাকতলীয়।
মহাশ্বেতা দেবী এবং বিজন ভট্টাচার্যের একমাত্র ছেলে নবারুণ ভট্টাচার্য। ১৯৬২ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। ছেলের কথা ভ🤪েবে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন মহাশ্বেতা দেবী। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। কিন্তু চিকিৎসকদের প্রচেষ্টায় বেঁচে যান। এই কারণে কিশোর নবারুণ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্র বলে জানিয়েছেন পরিচালক।
সমস্ত করোনা বিধি মেনে শুরু হল ‘মহানন্দা’ ছবির শ্যুটিং। ফেডারেশন অনুযায়ী 🏅ছবির গোটা টিম ইন্স্যুরেন্স করিয়ে এবং ভ্যাকসিনেশন নিয়েই কাজ শুরু করেছেন। এ ছবির লুক তৈরিতে সাহায্য করেছেন মহাশ্বেতা দ♏েবীর পৌত্র তথাগত ভট্টাচার্য।