মঞ্চসফল নাটক পর্দাতেও চমকে দিতে পারে, সাম্প্রতিক সময়ে অনির্ব🌳াণ ভট্টাচার্য তা প্রমাণ করে দিয়েছেন ‘মন্দার’ এবং ‘বল্লভপুরের রূপকথা’র হাত ধরে। এবার অনির্বাণের জুতোয় পা গলাচ্ছেন অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়। শেক্সপিয়ারের কালজয়ী নাটক ‘ওথেলো’কে অর্ণ একাধিকবার মঞ্চস্থ করেছেন ‘অথৈ’ নামে। এবার মঞ্চ পেরিয়ে রুপোলি পর্দায় ‘অথৈ’। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয়ও𝓡 করছেন পরিচালক অর্ণ।
এই ছবিতে অ🦄র্ণর পাশাপাশি অপর দুই মুখ্য চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকার। সবচেয়ে বড় কথা হল এই ছবির সৃজনশীল পরিচালকের ভূমিকায় পালন করবেন অনিবার্ণ। ১লা মে, বুধবার প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক। অথৈ-এর ঝলক শিহরণ জাগালো। বিশেষত ‘গোগো’ অনির্বাণ ও ‘অথৈ’ অর্ণর বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বই এই টিজারের মূল উপজীব্য।
টিজারের শুরুতেই অথৈর উদ্দেশে গোগো জানায়, ‘মানুষ মানুষকে ভালোবাসে না অথৈ, মানুষ মানুষকে ঘেন্না করে না হলে ꩲট্রোল করে। ঘৃণাই পরম সত্য, মানুষ মানুষকে অবিশ্বাস করে। অবিশ্বাস আর সন্দেহ এই নিয়েই আধুনিক পৃথিবী’। তবে অথৈ ভালোবাসতে জানে, বিশ্বাস করতে জানে। খাপ খায় না দুজনের ভাবনা। এই ছবিতে সোহিনী কেন্দ্রীয় নারীচরিত্র ‘ডেসডিমোনা’, বাংলায় দিয়ামোনা।
অর্ণর কথায়, ‘অথৈ-এর সঙ্গে আমরা চেষ্টা করেছি মানুষের গভীর ইমোশনগুলোর মধ্যে যে জটিলতা রয়েছে সেগুলোর ভিতর ঢুকে পড়তে। শেক্সপিয়ারের কালজয়ী গাথাকে আজকের প্রেক্ষাপটে তুলে ধরার চেষ্টা করেছি। এই ছবির মাধ🅠্যমে আমরা চেষ্টা করব দর্শকদের নজর কাড়তে, আজকের যুগে ভালোবাসা, ঈর্ষা, উচ্চাকাঙ্ক্ষার মতো বিষয়গুলো নিয়ে তাঁরা 🔥যেন আলোচনা করে সেটাই লক্ষ্য’।
এই ছবির হাত ধরেই বড় পর্দায় পা রাখছেন মেয়েবেলার ডোডো অর্থাৎ অভিনেতা অর্পণ ঘোষাল। শুরু থেকেই অথৈ (নাটক)-এর অংশ অর্পণ। মঞ্চে মাইকেল ক্য়াসিওꦡর চরিত্রে দেখা যায় তাঁকে, রুপোলি পর্দাতেও সেই ভূমিকাতেই দেখা যাব তাঁকে।
২০১৬ সালে থিয়েটারের জন্য ‘অথৈ’ তৈরি করেছিলেন অর্ণ। শেক্সপিয়ারের নাটকের মূল নির্যাসটুকু নিয়ে এক দলিত সমাজের প্রেক্ষপটে সাজিয়েছিলেন গল্প। এবার সেই নাটক বড় পর♎্দায়। কতটা আলাদা হবে সেটি? অর্ণ জানিয়েছেন, যে দলিত সমাজ, রাজনীতি দেখিয়েছিলেন তা একই থাকবে। তবে সিনেমার প্রয়োজনে নির্দিষ্ট কিছু যোগ-বিয়োগ হবে।
আগামী ১৪ই জুন মুক্তি পেতে চলেছে অথৈ। এই ছবিতে প্রেম, ন্যায়, মূল্যবোধের সঙ্গে ঘিরে রয়🍰েছে অবিশ্বাস, সন্দেহ ও ঘৃণার দ্বন্দ্ব। অর্ণ, সোহিনী, অনির্বাণকে একসঙ্গে রুপোলি পর্দায় দেখতে এক্সাইটেড ভক্তকূল।