ইয়ামি গৌতমকে আগামীতে আর্টিকেল ৩৭০ ছবিতে দেখা যাবে। এটি ২৩ ফ🥃েব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। তার আগে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির টিজার। সেখানে দেখা গেল তিনি কাশ্মীর থেকে সন্ত্রাস মুছে ফেলতে বদ্ধপরিকর।
আর্টিকেল ৩৭০ এর টিজার
আর্টিকেল ৩৭০ ছবির টিজারে ইয়ামকে একেবারে অগ্নিশর্মা রূপে দেখা গেল। তিনি এই ছবির টিজারে বলেন কাশ্মীরে এখন যে সন্ত্রাস দেখা যাচ্ছে সেটা সেইসব মানুষদের জন্য নয় যাঁরা আজাদী চাইছেন বরং এটি সেইসব দুর্বৃত্ত রাজনৈতিক নেতাদের জন্য যাঁরা এটিকে ব্যবসা হিসেবে গড়ে তুলেছ🦋ে এবং বজায় রেখেছে। তাই তিনি বলছেন এই ৩৭০ ধারা যতক্ষণ না তুলে নেওয়া হচ্ছে ততক্ষণ এইসব মানুষদের ধরা যাবে না।
আরও পড়ুন: ‘এটাই আ🏅সল দীপাবলি’, রামলালার প্রাণপ্রতিষ্ঠা🦩র আগে রজনীকান্তের সঙ্গে হনুমান মন্দিরে অনুপম খের
টিজারের শেষে দেখা যায় ইয়ামি গৌতম কারও দিকে বন্দুক তাক করছেন যাঁর মুখ থেকে অঝোরে রক্ত ঝরছে। এরপর সবটা অন্ধকার হয়ে যায়। এবং নেপথ্য কণ্ঠে বেজে ওঠে ৩৭০ ধারা তুলে নেওয়া হচ্ছে, অর্থাৎ জম্মু এবং কাশ্মীরের সেই বিশেষ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে এবং এই রাজ্যটিকে ইউনিয়ন টেটিটোরিতে বদলানো হ☂ল।
আর্টিকেল ৩৭০ ছবিটি প্রসঙ্গে
আর্টিকেল ৩৭০ ছবিটির প্রযোজনা করেছে জিও স্টুডিয়ো এবং 💯বি৬২ স্টুডিয়ো। এখানে এই ৩৭০ ধারাকে কেন্দ্র করে চলা নানা ঘটনাকে তুলে ধরা হয়েছে। এই ছবিটির পরিচালনা করেছেন আদিত্য সুহাস। ইয়ামি গৌতমকে আবারও কোনও দেশাত্মবোধক ছবিতে দেখা যাবে। এর আগে তিনি উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবিতে কাজ ক🎐রেছিলেন। প্রসঙ্গত ২০১৯ সালের ৫ জানুয়ারি কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরিয়ে নেন।