২৪ বছরে পা দিলেন আরিয়ান খান। তবে জন্মদিনের দিন মাদক মামলায় এনসিবি-র অফিসে হাজিরা দিতে হল আরিয়ানকে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রেগে আগুন শাহরুখ খান আর আরিয়ান খানের অনুরাগীরা❀। বম্বে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি শুক্রবার এনসিবি-র অফিসে হাজিরা দিতে হবে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট আর মুনমুন ধমেচাকে।
সাদা রেঞ্জ রোভারে করে মন্নত থেকে বের হতে দেখা যায় আরিয়ানকে। আর তারপর এনসিবি অফিসে পৌ🍷ঁছয় সেই গাড়ি। হলুদ টি-শার্ট আর কালো জ্যাকেটে এদিন দেখা গেল আরিয়ানকে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে পাপারাৎজিদের ক্যামে𒁏রা প্রায় ঘিরে রেখেছে শাহরুখ পুত্রকে। যা দেখে রেগ🥂ে আগুন নেটপাড়ার একটা অংশ। সবার একটাই আর্জি, ‘এবার অন্তত বাচ্চাটাকে একটু একা ছাড়ুন।’
শাহরুখের ছেলের হয়ে টু𓆏ইট করতেও দেখা গেল অনেককে। একজন লিখেছেন, ‘জন্মদিনের দিনই এনসিবি অফিসে আসতে হবে? আগের বা পরের দিন এলে 𒐪চলত না?’
২ অক্টোবর রাতে মুম্বইয়ের এক প্রমোদতরীতে তল্লাশি চালায় এনসিবি🌱। আটক করা হয় আরিয়ান, আরবাজ, মুনমুন-সহ ৬ জনকে। নিম্ন আদালতে বারবার খারিজ হয়ে যায় আরিয়ানের জামিন। তারপপর বম্বে হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর করলেও বেশ কিছু শর্ত রাখা হয়েছে। যার মধ্যে অন্যতম প্রতি শুক্রবারের হাজিরা, দেশ ছেড়ে কোথাও না যাওয়া ও এই মামলার অন্যান্য ধৃতদের সাথে কোনও রকম যোগাযোগ না রাখা।