এক সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় বলি-অভিনেত্রীর তালিকায় উপরের দিকেই থাকত আশা পারেখের নাম। একবার তাঁর একটি পোশাক দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন প্রখ্যাত প্রযোজক জে ওম প্রকাশ যে তাঁর নিজের ☂মেয়ের বিয়ের জন্য ঠিক সেই পোশাকের অনুকরণে একটি পোশাক বানিয়ে নিয়েছিলেন। এই জে ওম প্রকাশ আর কেউ নন,বলি-তারকা হৃতিক রোশনের দাদু। জে ওম প্রকাশ-এর কন্যা পিঙ্কি রোশনের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েন পরিচালক-অভিনেতা রাকেশ রোশন। পরবর্তী সময়ে সংসারে তাঁরা স্বাগত জানান তাঁদের দুই সন্তান-সুনয়না এবং হৃতিককে।
গোটা ঘটনার কথা নিজেই জানিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। ২০১৭ সালে ফিল্মফেয়ার-কে দেওয়া এক সাক্ষাৎকারে আশা জানিয়েছি☂লেন 'আও মিলো সজনা' ছবির বিখ্যাত 'আচ্ছা তো হাম চলতে হ্যায়' গানের ভিডিয়োতে যে সাদা পোশাকটি তিনি পরেছিলেন, তা দেখেই মুগ্ধ হয়েছিলেন প্রযোজক জে ওম প্রকাশ। আশার সেই পোশাকের জন্য প্রশংসা করার পাশাপাশি তিনি আর দেরি না করে নিজের মেয়ে পিঙ্কির জন্য ঠিক ওরকমই একটি পোশাক বানানোর অর্ডার দেন, যা রাকেশকে বিয়ের করার দিন পরেছিলেন পিঙ্কি।
প্রসঙ্গত, ১৯৫৯ সালে 'দিল দেকে দেখো' ছবির মাধ্যমে নায়িকা হিসেবে বড়পর্দায় ডেবিউ করেছিলেনআꦦশা পারেখ। বিপরীতে ছিলেন শাম্মি কাপুর। পরবর্তী সময়ে 𓃲'জব প্যায়ার কিসি সে হোতা হ্যায়', 'তিসরি মঞ্জিল', 'দো বদন', 'বাহারো কে সপনে'-এর মতো একাধিক সুপারহিট ছবিতে দেখা গিয়েছিল আশা পারেখকে।