পরনে ঘিয়ে রঙের শাড়ি, মাথায় ফুল দিয়ে বাঁধা খোপা,গলায় জুঁইয়ের মালা। আর মুখে কৃষ্ণনাম। বৃষ্টিকে উপেক্ষা করেই ইসকনের মন্দিরে গেলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। নায়িকার বহু দিনের স্বপ্নপূরণ হল এই রথযাত্রাতেই। রথের রশি স্পর্শ করে নিজের এবং সকলের জন্য প্রার্থনা করলেন রুক্মিণಌী।
কলকাতায় ইসকনের রথে জগন্নাথদেবের গলায় পরালেন মালা। তারপর ভক্তিভরে পূজার্চনা ও আরতি করেন অভিনেত্রী। রুক্মিণীর এই অন্য রূপ দেখে নায়িকার প্রশংসার পঞ্চমুখ অনুরাগীরা। ইসকন-এর রথের অনুষ্ঠানে যোগ দিয়ে রুক্মিণী এক সংবাদ মাধ্যমকে বলেন, 'ছোট থেকেই আমি ইসকন-এর সদস্য। আমার পুরো পরিবারও তাই। সেই কারণেই আজ রথযাত্রা উপলক্ষ্যে এখানে আসা। আর এখানে এসে আমার খুব ভালো লাগছে, আমি ভীষণ খুশি। প্রত্যেক বছরই চেষ্টা করি আসার, কিন্তু আসা হয়ে ওঠে না। আমি অনেকবার আমন্ত্রণ পেয়েছি এখান থেকে। কিন্তু সকলে বলেন না, যখন ঈশ্বর আপনাকে টানবে, আপনি তখনই আসতে পারবেন, তার আগে নয়। আ♕জ আমার সেই সৌভাগ্য হল। তবে আমার সাত বছরের অপেক্ষার অবসান হল। খুব চেয়েছিলাম, কলকাতার ইসকন-এ এসে সকলের সঙ্গে রথযাত্রা উদযাপন করব। আজ সেই ইচ্ছেপূরণ হল। আমি খুবই খুশি। শুধু নিজের জন্য নয়, সকলের মঙ্গলকাম𓆏নায় প্রার্থনা করেছি। যাতে প্রতিবছর ইসকন-এ আসতে পারি, সেটাও ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি।'
আরও পড়ুন: নারী বেশে 'পরিচয় গুপ্ত' করতে চাইছেন জয়? ঋত্বিক, ইন্দ্রনীল, দর্শনার কাছ♒েই আছে উত্তর
ꦍ ইসকনের রথযাত্রায় সামিল হয়ে ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে তিনি লেখেন, 'এই শুভ রথযাত্রার পূর্ণ তিথিতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা। শুভ রথ যাত্রা। জয় জগন্নাথ! হরে কৃষ্ণ!'
উল্লেখ্য, এদিন ইসকনের রথযাত্রায় সামিল হয়ꦛেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর ভ্রাতৃবধূ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতাদেবীও। তিনিও পুজো দেন। ফুল, মালা, প্রদীপে দিয়ে পূজা ও আরতি করেন। মিন্টো পার্কে ইসকন মন্দির থেকে কলকাতার ইসকনের রথযাত্রা শুরু হয়ে, কলকাতার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।
আরও পড়ুন: ‘ওর প্রথম💫 সংসারটাও কি তবে ভাঙা হয়েছিল?’ খোঁচা বিবৃ⛎তির; তথাগতর প্রথম স্ত্রী কে?
কাজের সূ🍌ত্রে, রুক্মিণীকে শেষ দেখে গিয়েছে 'বুমেরাং'-এ। এখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। তার মধ্যে একটি চরিত্র হল রোবটের। এই অভিনয়ের জন্য যথেষ্ঠ প্রশংসাও পেয়েছেন নায়িকা। তাঁর বিপরীতে দেখা ছিলেন অভিনেতা জিৎ। এছাড়াও রুক্মিণ𒈔ীকে খুব তাড়াতাড়ি দেখা যাবে বিনোদিনীর চরিত্রে।