মন ভোলানো মিষ্টি হাসি, লেহেঙ্গা চোলির সঙ্গে মাথায় দেওয়া ঘোমটা এবং গা ভর্তি ভারি ভারি গয়না-- ‘বালিকা বধূ’ রূপী আনন্দীকে নিশ্চয় মনে💫 আছে? কালার্সের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বালিকা বধূ’র স𒅌ুবাদে রাতারাতি তারকার তকমা পেয়েছিলেন শিশুশিল্পী অভিকা গোর। এরপর পেরিয়েছে অনেকটা সময়। অভিকা আর ছোট নেই, শীঘ্রই বলিউডে নায়িকা হিসাবে পথচলা শুরু করছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক তথ্য সামনে এনেছেন অভিনেত্রী। অভিকা জানান, সলমন খানের প্রযোজনায় তৈরি দুটি ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’ এবং ‘অন্তিম’-এ অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি, তবে শেষমুহূর্তে বাদ পড়েন তিনি। চুক্তিতে সই করবার একদিন আগে প্রযোজনা সংস্থার তরফে অভিকাকে জানানো হয়, তাঁর পরিবর্ত﷽ে অন্য কাউকে কাস্ট করা হয়েছে। বাদ দেওয়ার কারণও স্পষ্ট করা হয়নি। অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ ছবিতে আয়ুশ শর্মার নায়িকার চরিত্রে কাস্ট করা হয়েছিল অভিকাকে, পরে সেই রোলটি যায় মহিমা মাকওয়ানার ঝুলিতে।
এই প্রসঙ্গে অভিকা জানান, ‘আমাকে একই ঘটনার সম্মুখীন হতে হয়েছে দু-বার, তাও একই টিমের তরফে। শ্যুটিং শুরুর দু-সপ্তাহ আগে ফোন করে জানানো হয় আমার বদলে অন্য কাউকে ছবিতে নেওয়া হচ্ছে। কিন্তু এমনটা ঘটতেই পারে। দিনের শেষে এটা তাদের সিদ্ধান্ত, এবং ঠিক আছে এটা হয়। নি🐟ঃসন্দেহে তাঁদের কাছে এর কোনও যুক্তি থেকে থাকবে যা তারাই একমাত্র জানে’।
তাহলে কি নোপোটিমজের শিকার হয়েছেন ‘বালিকা বধূ’? তেমনটা মানতে না-রাজ অভিনেত্রী। সিদ্ধার্থ কাননকে দেওয়া সাক্ষাৎকারে অভিকা বলেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির চেয়ে স্বজনপোষণ অনেক বেশিভাবে ঘিরে রেখেছে তেলুগু ইন্ডাস্ট্রিকে। অথচ দক্ষিণে﷽র ইন্ডাস্ট্রিকে লোকে সহজেই ক্লিনচিট দেয়।
অভিনেত্꧙রীর কথায়, ‘সময়ের সঙ্গে সঙ্গে বলিউড বা হিন্দি ফিল্ম নিয়ে মানুষের মধ্যে একটা ভ্রান💎্ত ধারণা তৈরি হয়েছে, যে সেখানে যাই হোক আমরা সেই নিয়ে সমালোচনা করব। একটা সময় পরপর দক্ষিণী ছবির রিমেক তৈরি হচ্ছিল, তাতে লোকে বলছিল হিন্দিতে শুধু কপি ছবি হয়। এটা পক্ষপাতিত্বের ইঙ্গিত দেয়।’
২০১৩ সালে তেলুগু ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি অভিকার। ছবির নাম ছিল ‘উয়ালা জামপালা’, এরপর লেখানে ‘লক্ষ্মী রাভে মা ইনতিকি’, ‘সিনেমা চোপিস্থা মাভা’, ‘থানু নেনু’-সহ একাধিক ছবিতে কাজ করেছেন অভিকা। বিক্রম ভাটের মেয়ে কৃ💯ষ্ণা ভাট পরিচালিত হরর ছবি ‘১৯২০ হররস অফ দ্য হার্ট’-এর সঙ্গে বলিউডে হাতেখড়ি হচ্ছে অভিকার। ২৩শে জুন মুক্তি পাবে এই ছবি।