হৃতিকের ফাইটার ছবির গানে মজে আয়ুষ্মান খুরানা এবং তাঁর মেয়ে। সম্প্রতি তা✅ঁদের নাচের সেই ভিডিয়ো পোস্ট করেছেন চিত্রনির্মাতা তাহিরা কাশ্যপ। এদিন আয়ুষ্মান এবং তাঁর মেয়ে ফাইটার ছবির শের খুল গয়ে গানটিতে নাচ করেছেন। তাঁদের সেই নাচ দেখে মুগ্ধ হয়েছেন খোদ বলিউডের গ্রিক গড, হৃতিক। আর কী বলছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর?
আয়ুষ্মান খুরানা এবং তাঁর মেয়ের নাচ
এদিন তাহিরা কাশ্যপ সোশ্যাল মিডিয়ায় আয়ুষ্মান এবং তাঁর মেয়ের নাচের এই ভিডিয়োটি পোস্ট করেন। তিনি সেটার ক্যাপশনে লেখেন, 'ঘরকে শের খুল গয়ে।।হৃতি🌱ক রোশন, দীপিকা পাড়ুকোন দেখো ওরা তোমাদের নাচের স্টেপ ফলো করছে না কারণ ওরা পারছে না। তোমাদের ছবির জন্য অনেক শুভেচ্ছা। আর তর সইছে না।'
আরও পড়ুন: গানের কথা সত্যি করে রাঘব🅠ের ঘরে এল চাঁদ! জন্মদিনে কোন উপহার পেলেন গায়ক?
আরও পড়ুন: 'ছেলেটা ভালো নেই...', ফোনের নেশায় বুঁদ🐭🌞 সন্তান! পুষ্পিতার কান্না শুনে কী বললেন রচনা
স্ত্রীর এই পোস্টে মজা করে উত্তরও দেন আয়ুষ্মান। অভিনেতা লেখেন, 'ই൲শ আমরা যদি কোরিওগ্রাফ করতে পারতাম! কিন্তু এটা পুরোটাই ইমপ্রমটু।'
কী বললেন ফাইটার হৃতিক?
তাহিরা কাশ্যপের এই পোস্টে উত্তর দিয়েছেন 🌳হৃতিক রোশন। তিনি এই পোস্টে লেখেন, 'অ্যামেজিং! ওর নাচের স্টেপগুলো দেখো।' অনিল কাপুর এবং দীপিকা পাড়ুকোনও এই ভিডিয়োটি তাঁদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। অনিল কাপুর লেখেন, 'অনেক ভালোবাসা ওদের জন্য। ওদের মধ্যে ফাইটার স্পিরিট আছে, এটাই দরকারি।' দীপিকা আবার আয়ুষ্মানের মেয়ের প্রশংসা করে লেখেন, 'ছোট জনের সোয়্যাগ আলাদা।'
আরও পড়ুন: পড়ানোর অপরাধে জে♍লে গেলেন দেবশ্রী রায়! প্রকাꦑশ্যে কেমিস্ট্রি মাসির প্রথম ঝলক
ফাইটার প্রসঙ্গে
২৫ জানুয়ারি মুক্তি পেল ফাইটার। সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করেছেন এই ছবির। এটি একটি এরিয়াল অ্যাকশন মুভি। মুখ্য ভূমিকায়🥂 অভিনয় করেছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অক্ষয় ওবেরয়, করণ স𒐪িং গ্রোভার, অনিল কাপুর, প্রমুখ।
ফাইটার রিভিউ
প্রজাতন্ত্র দিবসের ঠিক মুখে মুক্তি পাওয়া সিদ্ধার্থ আনন্দের ফাইটার দেশাত্মবোধের চেতনাকে আরও একবার এভাবেই উসকে দিল। গায়ে কাঁটা দেওয়ার মতো, দেশকে নতুন করে যেন ভালোবাসতে শেখাবে এই ছবি। হৃতিক দীপিকা জুটির প্রথম এই ছবি মাশাআল্লাহ ফাটাফাটি! অভিনয়ও দুর্দান্ত। অনিল কাপুর থেকে শুরু করে, হৃতিক দীপিকা তো বটেই অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, প্রমুখরা কেউ কম যাননি। এ বলে আমায় দেখে তো ও বলে আমায়, এমন অবস্থা। ক্যামেরার কাজ টেকনিক্যাল খুঁটিনাটি বেশ ভালো। একাধিক সিন তো আলাদা ভাবে নজর কেড়েছে। ছবির শেষ ভাগে ইমোশনাল বিল্ড আপ খুব সুন্দর ভাবে হয়েছে। তবে সব কিছুর মধ্যে রামন চিব এবং সিদ্ধার্থ আনন্দের মিলিত ভাবে লেখা এই ছবির স্ক্রিপ্ট সব থেকে ভালো। ডায়লগগুলো গ🔴ায়ে কাঁটা দেওয়ার মতোই। ফলে এবারের প্রজাতন্ত্র দিবস বা তার ঠিক পরের উইকেন্ডে এই ছবি দেখে আসতেই পারেন।