বাবিল খানের খুব কাছের মানুষ ছিলেন বাবা ইরফান খান। বর্ষীয়ান অভিনেতার মৃত্যু পর খুব ভেঙে পড়েছিলেন ইরফান পুত্র। বাবার পদাঙ্ক অনুসরণ করে বলিউডে পা রেখেছেন বাবিল। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট করেন ইরফান পুত্র। গত ৯ ফেব্রুয়ারি প্রয়াত ইরফাཧনকে নিয়ে একটি আবেগপ্রবণ পোস্ট করেছেন বাবিল। বাবার যে জিনিসগুলি মিস করেন তিনি সেই নিয়ে কথা বলেছেন।
বাবিলের শেয়ার করা ছবিতে বাবা-ছেলে দু'জনকে নৌকায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ইরফান তাকিয়ে রয়েছেন একদিকে আর অন্যদিকে তাকিয়ে রয়েছেন বাবিল। দুজনেই হাতেই মাছ ধরার ছিপ। বাবার সঙ্গে পুরনো এই ছবি শেয়ার করে স্মৃতিমেদুর বাবিল। জানিয়ে রাখি, ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই করার পর ২০২০ সালে মারা যান ইরফান খান। আরও পড়ুন: মুক্তি পেল সতীশ কৌশিকেরಞ শেষ ছবির ট্রেলার, প্রিয় 💛বন্ধুকে নিয়ে কী বললেন আবেগঘন অনিল কাপুর
বাবিল তাঁর বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর কাছে থাকা স্মৃতি স্মরণ করেছেন। পোস্টের ক্য়াপশনে তিনি লেখেন, ‘কেউ তাঁকে আমার মতো চিনতে প🙈ারেনি। বলা সত্যিই সহজ, আমার তাঁকে মনে পড়ে। ক্যাথার্টিক হওয়া এবং তাঁকে হারানোর জন্য কান্না করা সহজ। সত্যিই খুব সহজ। জানেন কঠিন কী? যখন মনে পড়ে তাঁর সুর টেনে ডাকা বাবিলুউউউ!!! চিৎকার করে ডাকতেন তিনি। প্রতিবার তিনি আমাকে এভাবেই ডাকতেন’।
দেখুন বাবিলের পোস্ট-
ইরফান পুত্র আরও লিখেছেন, ‘মনে রাখতে হবে, সত্যিই শ্যুটিংয়ের বাইরে তিনি যে সময়গুলি কাটিয়েছেন সেগুলি হারিয়ে যাওয়াটা কতটা বেদনাদায়ক। তিনি যখন স্ক্রিপ্ট পড়তেন, আমি গালের দাঁড়ির উপরে আঁচড়ে দিতাম, তিনি ঘুমিয়ে পড়লে আমার নরম নরম আঙুল তাঁর চোখের পাতার উপর আলতো করে বুলিয়ে নিতাম। এই স্মৃতিগুলো ভোলা অসম্ভব। তাঁর গভীর কণ্ঠস্বর, এগুলি নিয়ে আমার ඣপ্রার্থনা, মনে রাখা ছাড়া আর কোনও উপায় নেই’।
শেষে তিনি যোগ করেছেন, ‘যদি তোমার সঙ্গে শেষবার নাচতে পারতাম। তাহলে তোমায় বলতে পারতাম, তোমার দেওয়া পাঠ ছাড়া আমি কখনই ব🦹াঁচতে পারতাম না। আমি তোমাকে খুঁজব। আমি তোমায় আবার খুঁজে পাবই। কোথাও। হয়তো অনেক দূরে’।
বাবিলের পোস্টে কমেন্ট করেছেন অর্চনা পূরাণ সিং। তিনি লিখেছেন, ‘হৃদয় ছুঁয়ে গেল.. হৃদয় বিদারক... উভয়ই বাবিল। তোমার ꦆপ্রতি ভালোবাসা রইল। তিনি অনন্ত শান্তিতে বিশ্রাম নিচ্ছেন এবং তোমার প্রতি তাঁর ভালোবাসাও চিরন্তন এই জেনে সান্ত্বনা দিলাম। তোমার জন্য অনেক প্রার্থনা রইল’।
কর্মক্ষেত্রে বাবিল
কাজের দಌিক থেকে বাবিল খানকে শেষ বার দেখা গিয়েছিল 'দ্য রেলওয়ে মেন'🍃-এ। কে কে মেনন, আর মাধবন এবং দিব্যেন্দু শর্মার সঙ্গে এই ছবিতে কাজ করেছেন অভিনেতা। আরও একটি নতুন প্রোজেক্টের জন্য সই করেছেন বাবিল, যেটি পরিচালনা করবেন সুজিত সরকার।