বাংলা নিউজ > বায়োস্কোপ > Babli: 'সফর শুরু', দ্বিতীয়বার মা হওয়ার পর এবার 'বাবলি' হয়ে ওঠার পালা, শুভ মহরতের ছবি পোস্ট শুভশ্রীর
Babli: 'সফর শুরু', দ্বিতীয়বার মা হওয়ার পর এবার 'বাবলি' হয়ে ওঠার পালা, শুভ মহরতের ছবি পোস্ট শুভশ্রীর
2 মিনিটে পড়ুন Updated: 25 Jan 2024, 04:17 PM ISTSubhasmita Kanji
Babli: অনুষ্ঠিত হয়ে গেল বাবলির শুভ মহরত। চলতি মাস থেকেই শুরু হচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায় অভিনীত ছবির শুটিং।
বাবলির শুভ মহরতের ছবি পোস্ট শুভশ্রীর
বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে নতুন ছবি নিয়ে আসতꦯে চলেছেন রাজ চক্রবর্তী। তাঁর এই ছবিতে দেখা যাবে তাঁরই গৃহিণী তথা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। বাবলির প্রস্তুতির জন্য স্ক্রিপ্ট রিডিং ইত্যাদির ছবির আগেই প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী নিজেই। এবার শুভ মহরতের ছবিও পোস্ট করলেন। মেয়ে ইয়ালিনি হওয়ার পর এটাই শুভশ্রীর প্র꧙থম কাজ। তাঁর ছবি এই ছবিতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।
বাবলি ছবির শুভ মহরত
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল বাবলি ছবির শুভ মহরত। এদিন এই অনুষ্ঠানের পর অভিনেত্রী নিজেই সেই ছবি পোস্ট করেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন শুভ মহরতের ছবি পোস🌳্ট করে লেখেন, 'সফর শুরু হল।♛ বাবলি।' অভিনেত্রীর পোস্ট করা ছবিতে তাঁকে হলুদ চুড়িদার এবং সবুজ ওড়না পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে ম্যাচিং লম্বা কানের দুক এবং আংটি পরেছিলেন তিনি। হাতে ধরা ক্লিপ বোর্ড, সেখানে লেখা বাবলি, শুভ মহরত।
শুভশ্রীর সঙ্গে এদিন পরিচালক রাজ চক্রবর্তী, সহ অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং সৌরসেনী মৈত🅠্রকে দেখা যায়। সৌরসেনি একটি পেঁয়াজি রঙের শাড়ি পরে🔴ছিলেন ম্যাচিং ব্লাউজ দিয়ে। অন্যদিকে আবিরের পরনে ছিল সাদা টিশার্টের উপর হলুদ জ্যাকেট এবং জিন্স। রাজকে সাদা পায়জামা পাঞ্জাবিতে দেখা যায়।
শুভশ্রীর পোস্ট
বাবলি প্রসঙ্গে
চলতি মাসের শেষ থেকেই শুরু হচ্ছে বাবলি ছবিটির শুটিং। এখানে নাম ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তাঁর বি⛦পরীতে থাকবেন আবির চট্টোপাধ্যায়। এই ছবিতে আরেকটি মহিলা চরিত্র আছে যাকে দেখতে রোগা ছিপছিপে, সেই চরিত্রে অভিনয় করবেন সৌরসেনী। এটি আদতে বুদ্ধদেব গুহর একই নামের জনপ্রিয় উপন্যাসের উপর ভিত্তি করে বানানো হচ্ছে।
কিছুদিন আগেই নতুন বছরের ঠিক শুরুতেই রাজের✤ প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হল, ‘১০ বছর পর আবারও একসঙ্গে ফিরছেন রাজ ও আবির। আর এবারই প্রথমবার জুটি বাঁধছেন আবির-শুভশ্রী।’ রাজ লিখেছেন, ‘২০২৪ এর সবথেকে বড়ো চমক বুদ্ধদেব গুহ-র উপন্যাস অবলম্বনে আসছে ভালোবাসার ছবি বাবলি’। হ্যাঁ এই প্রথমবার কোনও ছবিতে একসঙ্গে দেখা যাবে শুভশ্রী এবং আবিরকে।