বাবুল সুপ্রিয় সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তাঁর নতুন একটি গান। যদিও গানটিকে সম্পূর্ণ নতুন বলা ঠিক নয়। বলা ♛ভালো পুরনো গানের নতুন ভার্সন। সদ্য রিলিজ হওয়া গানটির নাম খোয়া খোয়া চাঁদ। না না, তাই বলে এটা মহম্মদ রফির গাওয়া গানটি নয়। বরং এটা বাবুলের গাওয়া একটি পুরনো গানের নতুন ভার্সন। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া একটি জনপ্রিয় মিউজিক অ্যালবামের গান এটি। যা নতুন ভাবে অ্যারেঞ্জ করে নতুন রূপে প্রকাশ্যে আনেলন গায়ক।
নতুন গান প্রসঙ্গে কী জানালেন বাবুল?
খোয়া খোয়া চাঁদ সম্পর্কে এদিন বাবুল♉ সুপ্রিয় জানান, '১৯৯৯ সালে আমরা একটি মিউজিক অ্যালবাম করেছিলাম। সেই অ্যালবামের নাম ছিল খোয়া খোয়া চাঁদ। আজ এত বছর পর আমরা আবার সেই গানটির নতুন ভার্সন নিয়ে এলাম।' গায়ক জানিয়েছেন এই গানটিকে নতুন ভাবে নিয়ে আসতে গিয়ে তিনি রীতিমত নস্টালজিয়ায় ভেসেছেন।
আরও পড়ুন: 'ম♎েদিনী🍷পুর এখন আমার ঘর বাড়ি', নাম ঘোষণা হতেই প্রচার শুরু, কীভাবে ক্যাম্পেনিং চালাবেন জুন?
খোয়া খোয়া চাঁদ গানটির এই নতুন ভার্সনের সঙ্গীত পরিꦐচালনা করেছেন সাজিদ ওয়াজিদ জুটি। মুক্তির ২৫ বছর পর নতুন ভাবে এই গানটিকে প্রকাশ্যে আনলেন বাবুল। এই গানের পুরনো ভিডিয়োটি পরিচালনা করেছিলেন ফারাহ খান। আর নতুন গানের ভিডিয়োটির পরিচালনা করেছেন বাবুল সুপ্রিয় নিজেই। তিনিই উপস্থাপনা করেছেন এই ভিডিয়োর।
এই নতুন গান সম্পর্কে তিনি আরও জানিয়েছেন, 'আমি যখনই কোনও লাইভ শোতে পারফর্ম করতে গিয়েছি দর্শকরা সবসময়ই আমাযꦫ় খোয়া খোয়া চাঁদ গানটি গাওয়ার জন্য অনুরোধ করেছে। তাই ২৫ বছর পর আমি ভাবলাম এটাকে যদি একটু নতুন ভাবে নিয়ে আসা যায়। গানটা ভীষণই সুন্দর আশা করি শ্রোতাদের ভালো লাগবে।'
আরও পড়ুন: বলিউডের নেপোটিজম বিতর্কে মুখ খুললেন সেলিম পুত্র আরবাজ-সো🍷হেল, বললেন, 'সলমনের মতো সফল না, কিন্তু তাও আমরা...'
প্রসঙ্গ💎ত বর্তমানে বাবুল সুপ্রিয় একাধিক ছবি এবং ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত 🌟আছেন। সঙ্গে রাজনীতি তো আছেই।