এমনিতেই শিবপ্রসাদ 📖আর নন্দিতা জুটির পরিচালনায় ছবি আসা মানেই তা হিট বলে ধরা হয়। তবে বহুরূপী যেন ভেঙে দিয়েছে সমস্ত রেকর্ড। বাংলায় ভালো ফল তো করেইছে, বাংলার বাইরেও রমরমিয়ে চলেছে সিনেমাটি। এখন বহুরূপীর উড়ান জারি বিদেশে। ইন্ডিয়ান ক্রিকেট টিমের অসাধারণ পারফরমেন্স অস্ট্রেলিয়াতে, তার সাথে বহুরুপীরও বাজিমাত।
সম্প্রতি উইন্ডোজের তরফ থেকে সকলের সঙ্গে ভাগ করে নেওয়া হয় যে, অস্ট্রেলিয়া জয় করে ফেলেছে বহুဣরূপী। সিডনি, মেলবোর্ন এবং নিউজিল্যান্ডে ২খানা করে শো রাখা হয়েছিল, আর দুটোই হাউজফুল। এখানꦿেই শেষ নয়, বলিউডের বাঘা বাঘা ছবির সঙ্গে পাল্লা দিয়ে, রিলিজের দেড় মাস বাদেও কলকাতা, শহরতলী মিলিয়ে ৯৭টি প্রেক্ষাগৃহে শো রয়েছে এই সিনেমার।
আরও পড়ুন: ‘বাজে ল꧑োকেরা যদি…ꦡ’, ঐশ্বর্যকে নিয়ে ডিভোর্স চর্চা, নেগেটিভিটি নিয়ে সরব অভিষেক
প🐻ুজোয় এবার যে কটি সিনেমা মুক্তি পেয়েছিল, সেখানে দেবের ছবির দিকেই ছিল পাল্লা ভারি। তবে বক্স অ🌜ফিসের নম্বরের ভিত্তিতে টেক্কাকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে। এই নিয়ে কম বিতর্কও হয়নি। অরগ্যানিক নাকি অরগন্যানিক নয় আয়, তা নিয়ে কতই না পোস্ট!
আরও পড়ুন: স্বর্ণ মন্দিরে রণ🌠বীর স🦋িং, কয়েক মাস আগেই বাবা হয়েছেন! দীপিকা-দুয়াও এল নাকি সঙ্গে?
মোটোমোটি শেষ পাওয়া হিসেব অনুযায়ী গোটা দেশ জুড়ে ১৫ কোটির থেকে সামান্য বেশি আয় করেছে বহুরূপী তেমনটাই জানা যাচ্ছে। কেবল মাত্র SVF সিনেমাতেই ২ কোটি টাকা আয় করেছে শিবপ্রসাদ অভিনীত ছবিটি। এদিকে দেবের সিনেমার আয় দেওয়া হয়েছিল ১৫ কোটি। তবে হিসেব কম হোক বা বেশি, অস্ট্রেলিয়ার ব🐓হুরপীর এত ভালো ফল ত্যিই গর্ব করার মতো।
আরও পড়ুন: মা ডাকতে নারাজ! শুভশ্রী বলছেন ‘মাম্মা’, ইয়ালিনি বলল…! কার নাম আগে নিল রাজ-൩কন্যা
কদিন আগে এখ সংবাদমাধ্যমকে শিবপ্রসাদ জানান, 'পুরো মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। মনে হচ্ছে স্বপ্নটা আর🌜ও কিছুদিন চলুক।আমি কখনই ভাবিনি যে আমি দেখব যে আমার এন্ট্রিতে লোকজন সিটি দিচ্ছে, হাততালি দিচ্ছে।' তবে 🌃শুধু শিবপ্রসাদ নন, এই ছবির আরেক পাওয়া হলেন কৌশানি। নিজেকে উজার করে দিয়েছেন, অভিনয় পারেন না বলে ট্রোল করত যারা, তাঁদের দেখিয়েছেন বুড়ো আঙুল। এছাড়াও এই ছবিতে মন কেড়েছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী।