বাব♔লু নাকি একলাস? শিবপ্রসাদের বহুরূপী রূপে নাজেহাল আবির। বাংলায় ঘটে চলেছে একের পর এক ডাকাতি। কিন্তু ডাকাতের টিকি ছুঁতে পারছে না পুলিশ। ফলে রয়েছে দুর্দান্ত 🌜চাপ। এরই সঙ্গে পরিবারকে সময় না দেওয়ার অভিযোগও রয়েছে। কার বিরুদ্ধে সুপার কপ আবির চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। রুদ্ধশ্বাস থ্রিলের সঙ্গে মিশে দুর্দান্ত অ্যাকশন। বাদ গেল না রোমান্টিকতাও। আর সেটারই ঝলক দেখাল বহুরূপী ছবির ট্রেলার।
মুক্তি পেল বহুরূপী ছবির ট্রেলার
মঙ্গলবার, ১ অক্টোবর মুক্তি পেল বহুরূপী ছবিটির ট্রেলার। বাংলার কিছু সত্য ঘটনার উপর নির্ভর করে বানানো হয়েছে ছবিটি। কীভাবে বিভিন্ন রূপে একের পর এক ডাকাতি করে চলেছেন শিবপ্রসাদ ম🌃ুখো🍰পাধ্যায় সেটাই ধরা পড়বে। কেনই বা তিনি অর্থাৎ চরিত্রটি বিকম পাশ করে অ্যাকাউন্টেন্ট হওয়ার পর জেল খাটতে হল, কেনই বা তিনি ডাকাত হলেন সেই গল্পও উঠে আসবে এখানে। তাঁর কথায়, 'সরকার যদি তোমারে মারে, তুমি তাহলে মারো সরকারের'। এমন অবস্থায় দাঁড়িয়ে কি আবির চট্টোপাধ্যায় গোটা কেস সলভ করে ধরতে পারবেন ডাকাতকে? সেটাই দেখা যাবে ছবিতে।
বহুরূপী ছবিটি প্রসঙ্গে
বহুরূপী ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। এই ছবিতে পুলিশের চরিত্রে থাকবেন আবির চট্টোপাধ্যায়। তাঁর স্ত্রীর চরিত্রে ঋতাভরী চক্রবর্তী। বহুরূপী ডাকাত হবেন শিবপ্রসা🌸দ মুখোপাধ্যায়। আর তাঁর স্ত্রী কৌশানি চক্রবর্তী। অন্যান্য ভূমিকায় থাকবেন সুজন নীল মুখোপাধ্যায়, মানসী সিনহা, প্রমুখ। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। প্রযোজনার দায়িত্বে উইন্ডোজ প্রোডাকশন হাউজ। পুজোয় বক্স অফিসে এই ছবির সঙ্গে মুখোমুখি হবে সৃজিত-দেবের টেক্কা, এবং পথিকৃত-মিঠুনের শাস্ত্রী। দর্শকদের থেকে দারুণ💙 সাড়া পেয়েছে ট্রেলার। কেউ কেউ আবার জানিয়েছেন টিজার বেশি আকর্ষণীয় ছিল।