ꦉ বদলের বাংলাদেশে প্রায়দিনই নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেদেশের অভিনেত্রীদের। মেহজাবীন চৌধুরী, পরীমনির পর এবার মুসিল্লিদের (যাঁরা নমাজ পড়েন) তোপের মুখে বংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, শাকিব খানের প্রথম বউ অপু বিশ্বাস।
ঠিক কী ঘটেছে?
💟সম্প্রতি ঢাকার কামরাঙ্গীচরে 'সোনার থালা' নামে একটা রেস্তোরাঁ উদ্বোধনে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন অপু বিশ্বাস। এরপরই বিপত্তি। জানা যাচ্ছে, অপু বিশ্বাসকে উদ্বোধনে ডাকা হয়েছে জানতে পেরে স্থানীয় মুসল্লিরা সংগঠিত হয়ে কামরাঙ্গীচর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়।
♐ঘটনার খবর নিশ্চিত করে বিষয়টি বাংলাদেশের সংবাদমাধ্যমকে ঢাকা পুলিশের তরফে জানানো হয়, 'স্থানীয় হুজুররা এসে অভিযোগ করার পর, থানা থেকে যোগাযোগ করা হয় রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে। এরপর তাঁরা অপুকে বাদ দিয়ে উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করেন।
🌠আরও পড়ুন-একরত্তি শিশুকন্য়া কোলে হাজির! বিয়ে হয়নি এখনও, তবে মা হওয়ার স্বপ্নপূরণ শর্লিনের
💝আরও পড়ুন-'গানের নামে ওঁরা আসলে ভেলপুরি বেচছেন…', সুনিধির পর রিয়েলিটি শো নিয়ে বিস্ফোরক কৈলাস খের
🐈অন্যদিকে, থানায় অভিযোগ জানানোর পর উপস্থিত মুসল্লিদের কয়েকজন সোশ্যাল মিডিয়াতে ভিডিও প্রকাশ করেন। সেখানে একজনকে বলতে শোনা যায়, অপু বিশ্বাসকে এনে রেস্তোরাঁ উদ্বোধন করা হচ্ছে। এটা জানার পর মুসল্লি, জনতা ক্ষেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে যাই। জানিয়েছি এই কামরাঙ্গীচরে নায়িকা-নর্তকি এনে এধরনের অনুষ্ঠান করা যাবে না। বাংলাদেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে।
𝓰আরএ একজন বলেন, স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এজন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না উদ্বোধন করতে দেওয়া হয়।
༒যদিও এবিষয়ে অপু বিশ্বাস কোনও মন্তব্য করেননি। প্রসঙ্গত, এর আগে চট্টগ্রামে অভিনত্রী মেহজাবীন চৌধুরী, টাঙ্গাইলে পরীমণির বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। বিষয়টি নিয়ে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছিলেন পরীমনি।