ꦅ সদ্য মা হয়েছেন। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। তবে অন্তঃসত্ত্বা থাকাকীলন বেশ টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে মাহিকে। বাংলাদেশের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে কথা বলে জেলেও ঢুকতে হয়েছিল মাহিকে। যদিও পরে সব ঠিক হয়ে যায়। সুস্থ ভাবেই পুত্র সন্তানের জন্ম দেন মাহি। তবে মা হওয়ার পর এই মুহূর্তে ভীষণই ক্লান্ত লাগছে বলে জানালেন বাংলাদেশের মাহি। 'ভালোবাসা চাই' বলে খোলা চিঠি লিখলেন মাহিয়া মাহি।
ঠিক কী লিখেছেন মাহিয়া মাহি?
🌺মাহিয়া মাহি লিখেছেন তিনি খুব ক্লান্ত। লিখেছেন, ‘এই যেমন ধরো আমার মাথা ব্যাথা করছে অথবা জ্বর, ঠান্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে এই সমস্ত জিনিস কারো সাথে শেয়ার করতেও আমার ভীষন আনইজি লাগে । আমি কোন কারনে দুর্বল এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার তুমিতো জানই।’
🌳মাহি আরও লিখেছেন, ‘আজকে তোমাকে জড়ায় ধরে খুব বলতে ইচ্ছা হচ্ছে - আমারনা শরীরটা খুব খারাপ লাগছে , খুব কান্না পাচ্ছে, একবার পা ব্যাথা তো আবার কোমর ব্যাথা , এক্স্যাট যে কি সমস্যা সেটাও বুঝতে পারছিনা শুধু এইটুক বুঝতে পারছি আমার ভীষন ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার । যে ভালোবাসা আমাকে কিচ্ছা শুনাতে শুনাতে ঘুম পাড়াবে , মাথায় হাত বুলিয়ে দিবে , আমার ব্যাথাগুলো সেও অনুভব করবে।’
𒈔আরও পড়ুন-আমরা জামাকাপড় অদলবদল করে পরি, শাড়িতে লেগে থাকে মা-মেয়ের গন্ধ: স্বস্তিকা
🤡তবে মাহিয়া মাহি-র এতটা মন খারাপের কারণ ঠিক কী তা অবশ্য স্পষ্ট নয়। মাহির পোস্টের নিচে নেটপাড়ার একজন লিখেছেন, 'নতুন করে প্রেমে পড়ার অনুভূতি', কেউ আবার মাহির স্বামীর উদ্দেশ্যে লিখেছেন, ‘রাকিব সরকার কাজটা দ্রুত করে ফেলেন ... বোন আমার কষ্ট পাচ্ছে’। কেউ আবার বলেছেন ‘মা হওয়ার অনেক মহিলা-ই প্রসব পরবর্তী অবসাদে ভোগেন, মাহিরও হয়ত সেই সমস্যা হচ্ছে।’
♓প্রসঙ্গত গত ২৯ মার্চ ঢাকার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন মাহি। সন্তান জন্মের ৭ দিনের মাথায় মাহি জানান ছেলের নাম রাখা হয়েছে ‘মোঃ মোসাইব আরশ শামসুদ্দিন ফারিশ সরকার’।