Zee5-এর হাত ধরে 'আবার প্রলয়' নিয়ে ফিরছেন পরিচালক রাজ চক্রবর্তী। যে ওয়েব সিরিজে দেখা মিলবে শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, দেবাশিস সহ আরও অনেকেরই। থাকছেন বাংলাদেশের নুসরত ফারিয়াও। জানা যাচ্ছে একটি গানে নাচের দৃশ্যে দেখা যাবে নুসরতকে। বুধরবার ছিল সেই গানের শ্য়ুটিং। রাত ২.৪১ নাগাদ শেষ হয় শ্যুট। শ্যুটিং শেষ 🥃করে বাংলাদেশের তরফে সেটে উপস্থিত সকলকে গান শোনালেন নুসরত।
তা কী গান গাইলেন নুসরত?
সাম্প্রতিক জনপ্রিয় লোকগান ‘সাদা সাদা কালা কালা’ গানটি গেয়ে শোনান নুসরত ফারিয়া। নুসরতের গলায় এই গান শুনে উপস্থিত সকলে তাঁকে আরও একটি গান গাইতে অনুরোধ করেন, তবে নুসরত বলেন, ‘এখন প্যাকআপ হয়ে গিয়েছে, আর নয়।’ প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ‘হাওয়া’ ছবির এই গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। মূল গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী আরফান মৃধা শিবলু। গানের সুর দিয়েছেন ইমন চৌধুরী। সাদা সাদা কালা কালা গানের লিরিক্স লিখে🀅ছেন হাসিম মাহমুদ। এই গানটি বহুবার 'হাওয়া' ছবির অভিনেতা চঞ্চল চৌধুরীকেও গাইতে শোনা গিয়েছে। তবে নুসরতের গাওয়া গানটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক রাজ চক্রবর্তী।
সঞ্চালনা, মডেলিং-এর পাশাপাশি গায়িকা হিসাবেও বহু আগেই আত্মপ্রকাশ করেছেন ফারিয়া। নিজের গাওয়া একাধিক গানে ♏মিউজিক অ্যালব𒐪ামও বের করেছেন তিনি। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল নায়িকা নুসরাত ফারিয়ার প্রথম গান ‘পটাকা’। প্রকাশ তার ঠিক ২'বছর পর প্রকাশ পায় ফারিয়ার দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’ নিয়ে হাজির হন নুসরত। পরবর্তী সময়ে এসভিএফ-এর ব্যানারে মুক্তি পায় হাবিবি, যেটির পরিচালক ছিলেন বাবা যাদব। গানটি লিখেছিলেন নূর নবী, সুর দিয়েছিলেন আবীদ কবীর। ২০২১-এর নভেম্বরে মুক্তি পায় গানটি। তবে ফোক গান গাইতে এর আগে সেভাবে দেখা যায়নি নুসরতকে।
প্রসঙ্গত, ‘প্রলয়’ ছবিটি পরিচালক রাজ চক্রবর্তীর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন । ছাত্রনেতা বরুণ বিশ্বাসের জীবন সংগ্রাম, তাঁর অকাল মৃত্যু উঠে এসেছিল ‘প্রলয়’-এর গল্পে। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ಌ সালে। দশ বছর পর ‘প্রলয়'-এর যে সিক্যুয়েল নিয়ে ফিরছেন।সুন্দরবনের নারী পাচার থেকে যাবতীয় দুর্নীতি এই সিরিজে দেখানো হবে বলে জানা যাচ্ছে।