কিছুদিন আগের ঘটনা। বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী অ্যাঞ্জেল নূরের প্রশংসায় এবার পঞ্চমুখ হয়েছিলে অরিজিৎ সিং। পদ্মাপারের গায়ককে নিয়ে একটি টুইট করেন বলিউডের খ্যাতনামা গায়ক তথা জিয়াগঞ্জের এই ছেলে। আর তাতে এখন গো🥃টা দুনিয়ার নজরে চলে আসেন অ্যাঞ্জেল। তবে এব🀅ার নূরের হঠাৎ অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা।
জানা যাচ্ছে, কয়েকদিন আগেই স্ট্রোকে আক্রান্ত 𓆏হন অ্যাঞ্জেඣল নূর। যার কারণে মস্তিস্কে রক্তক্ষরণ হয়। ফলে পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) হয়ে পড়েন ২৭ বছরের এই গায়ক। নূর জানিয়েছেন, ব্যক্তিগত কিছু কারণে দীর্ঘদিন হাইপার টেনশনে ভুগছিলেন তিনি। সেই কারণেই তাঁর স্ট্রোক হয়েছে বলে তাঁকে জানিয়েছেন চিকিৎসকরা।
তবে গায়ক বলেন, ‘আমি এখন ভাল আছি, সুস্থ হয়ে উঠছি। আমি কথা বলতে পারছি। যদিও কয়েকদিন আগেও আমার কথা বলতে সমস্যা হচ্ছিল। যেহেতু আমဣি আমার পরিবার থেকে অনেক দূরে থাকি, তাই তাঁরা অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে এখন মুখ নাড়াতে পারছি। তবে চিক🌟িৎসকরা আমাকে আশ্বস্ত করেছেন। জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে।’
সোশ্য়াল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশ্যে নূর লেখেন ' আমি অসুস্থ ছিলাম। এখন একদম ঠিক আছি। আতঙ্কগ্�♑�রস্থ হবেন না। আমার জন্য প্রার্থনা করুন।'

অ্যাঞ্জেল নূরের বয়স মাত্র ২৭। বিভিন্ন সময়ই তিনি নানা♉ন গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন। তবে ‘যদি আবার’ গানটি গেয়ে তিনি আলাদা পরিচিতি পেয়েছেন। তাঁর গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিশেষ করে অরিজিতের প্রশংসা পাওয়ার পরই গানটি আরও লোকজনের নজরে আসে।
অরিজিৎ সিং-এর কাছে প্রশংসা পাওয়ার বিষয়টি নিজেই সামনে এনেছিলেন অ্যাঞ্জেল। তিনি লিখেছিলেন ‘বিশ্বাসই করতে পারছি না, অরিজিৎ সিং নিজের ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন আমার গান! আমি তো কেঁদে ফেল🅷ব।’। তাঁর পোস্টে দেখা যায় অরিজিৎ তাঁর গান শেয়ার করে টুইটারে লিখেছিলেন, ‘কী দারুণ গ💛ান’!
‘যদি আবার’ গানটি তাঁরই লেখা ও সুর করা। এইমুহূর্তে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় যুব-তারকা তিনি। তা♈ঁর স্বরচিত বিভন্ন👍 গান নিমেষে ভাইরাল হয় সোশ্যালে।