গত ১২ মাস -এর জন্য ছিল বেশ ঘটনাবহুল। IPL 2024-এ -এর হ♏য়ে ভালো পারফর্মেন্স করেছিলেন এই অলরাউন্ডার, যা নাইটদের ১০ বছর পর শিরোপা জেতাতে সাহায্য করেছিল। KKR থেকে ২০২৫-এর নিলামের আগে ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে। তবে সৌদির আরবের জেদ্দাহতে নিলামের দিন তাঁকে ২৩.৭৫ কোটিতে দলে ফিরিয়ে আনে নাইট ফ্র্যাঞ্চাইজি।&n🐼bsp;
নিজের রাজ্য সংস্থার দল, মধ্যপ্রদেশের হয়েও নিয়মিত খেলেছেন তিনি। তবে ভারতীয় দলে এখন আর সেভাবে সুযোগ পাননা এই অলরাউন্ডার। তবুও ৩০ বছর বয়সী এই ক্রিকেটার ফিরে আসার ব্যাপারে এখনও আশা দেখছেন। IPL ২০২৫ শুরুর আগে, আইয়ারকে KKR-এর সহ অধিনায়ক বেছে নেওয়া হয়। সম্প্রতি তিনি RevSportzকে দেওয়া সাক্ষাৎকারে সব ফরম্যাটে খ♊েলতে চাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।
টেস্টেও ভালো করতে চান বেঙ্কটেশ আইয়ার
বেঙ্কটেশ আইয়ার বলেন, “ আমার মনে হয় যে আমার কাছে টেস্ট ফরম্যাটেও ভালো কিছু করার দক্ষতা আছে। আর যদি আমি তা করতে না পারি, তাহলে আমার খেলোয়াড় জীবন শেষের পর সেটা নিয়ে আমায় অনুশোচনা করতে হবে। আমি জানি যে আমি টেস্ট ম্যাচেও ভারতের জয়ের ক্ষেত্রে অবদান রাখতে পারি। আমি T20I এবং ODI খেলতে পারি। তাই যতটা সম্ভব আমি নিজের স꧟েরাটা দিয়ে চেষ্টা করে যেতে চাই, যাতে নিজেকে প্রমাণ করতে পারি🧸 সব ফরম্যাটেই'।
রাজ্য সংস্থার হয়ে খেলাটাও একটা সাফল্য
কলকাতা নাইট রাইডার্সের এবারের সব থেকে দামি ক্রিকেটার ২০২২ সালে শেষবার ভারতীয় দলের জার্সিতে ম্যাচ খেলেছিলেন। এখন পর্যন্ত দুটি ODI এবং নয়টি T20I খেলেছেন তিনি। তিনি দাবি করেছেন স্রেফ জাতীয় দলের জার্সিতে খেলাই নয়, রাজ্য সংস্থার হয়ে খেলাটাও তাঁর কাছে একটা “সাফল্য"। বেঙ্কটেশ আইয়ার বলছেন, “আমার মনে হয় ঘরোয়া ক্রিকেটে খেলাটাও একটা সাফল্য।নিজের রাজ্যের প্রতিনিধিত্ব করা, বিশেষ করে বাংলা, মধ্যপ্রদেশের মতো দলগুলোতে ক্রিকেট খেলি꧅য়ে রাজ্যের মধ্যে পড়ে। তাই ঘরোয়া ক্রিকেট খেলে যদি জাতীয় দলে কেউ ডাক পায়, তাহলে একটা আধটা ম্যাচে ব্যর্থ হলেও সামগ্রিকভাবে ভালোই খেলবে ক্রিকেটাররা।'
এরপর বেঙ্কি আরও বলেন𒐪, ‘বিষয়টা বুঝতে হবে আমাকে, যে ব্যাটিং-বোলিংয়ের দিক থেকে আমি ঠিক কোন জায়গায় রয়েছি। ফিটনেসই বা আমার কিরকম রয়েছে। সেটা আমি বুঝতে পারলে জাতীয় দলের ডাক পেতেও দেরি হবে না। যদিও আমি জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে ভাবছি না, কিন্তু সুযোগ পেলে আমায় কি করতে হবে সেটা আমি জানি’।