ꦯমীরাটের সৌরভ রাজপুত। তাকে খুন করার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লার বিরুদ্ধে। সৌরভের মা রেনু দেবী জানিয়েছেন, সৌরভের ৬ বছর বয়সি কন্যা রয়েছে। সে বলছিল বাবা ড্রামের ভেতর আছে। আর এতেই বোঝা যাচ্ছে যে বাচ্চাটি এই খুনের ঘটনা সম্পর্কে জানত।
সৌরভ আসলে থাকতেন লন্ডনে। সেখানেই কর্মরত ছিলেন। মীরাটে🐷 এসেছিলেন মেয়ের জন্মদিন পালন করতে। সেই সময় গত ৪ মার্চ তাকে খুন করা হয় বলে অভিযোগ। তার স্ত্রী মুসকান আর তার প্রেমিক সাহিল সেই দেহ ১৫টি টুকরো করেছিল এরপর ভিজে সিমেন্ট ভর্তি ড্রামে সেগুলিকে পুরে ফেলা হয়েছিল। এমনটাই জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভি সূত্রে।
সৌরভের♏ মা দেহ উদ্ধারের কথা বলতে গিয়ে কেঁপে ওঠেন। তিনি বলেন, ওরা( মুসকান আর সাহিল) আমার ছেলেকে খুন করেছে। ৪ মার্চ তারা খুন করেছে। এরপর তারা বেড়াতে যায়। বাড়ির মালিক তাদের বলেছিল যে বাড়ি খালি করে দাও। সারানো হবে। ফিরে এসে তারা লেবারদের পাঠায় বাড়ি খালি করার জন্য। কিন্তু তারা ড্রামটাকে তুলতে পারছিল না। এরপর তারা মুসকানকে বলে এর ভেতরে কী আছে? জবাবে মুসকান বলেছিলেন, আবর্জনায় ভর্তি আছে।
♎এদিকে এরপর সেই ড্রামের ঢাকনা খুলেছিল শ্রমিকরা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ আসে। সেই সময় মুসকান ছিল তারা বাবার বাড়িতে।
🃏এদিকে মুসকানের মা কবিতা রাস্তোগি এনডিটিভির কাছে জানিয়েছিলেন যে মুসকান স্বীকার করেছিল যে সে সৌরভকে খুন করেছে, তবে সৌরভের মা রেনু দেবী বলেন, মুসকানের মা পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
🔴সৌরভের মায়ের দাবি, মুসকান আর সাহিলের পাশাপাশি গোটা পরিবারকে ফাঁসিতে ঝোলানো হোক।
♒সৌরভের ছয় বছর বয়সি মেয়ে কি সবটা জানত? হয়তো সবটা জানত। সেই জন্যই সে হয়তো বলছিল, বাবা ড্রামে রয়েছে। প্রতিবেশীদের এমনটাই জানিয়েছিল ওই শিশু। সে হয়তো সবকিছু জানত। সেকারণেই তাকে সরানো হয়েছিল।