কোনও ছবি মুক্তির আগে যখন তার নাম প্রকাশ্যে আসে তখন সেই নাম দেখেও দর্শকদের মনে অনেকটা কৌতূহল জন্মায়। অক্ষয় কুমার ও ভূমি পেডনেকারের ২০০৭ 💖সালের ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’-র ক্ষেত্রেও তাই হয়েছিল। যেমন তাঁদের ছবির নাম ভীষণ ভাবে চর্চায় ছিল তেমনই ছবিটি বক্স অফিসেও দারুণ ভাবে সফল হয়েছিল। কিন্তু হঠাৎ করেই ছবি মুক্তির ৮ বছর পর, সম্প্রতি এক অনুষ্ঠানে, অভিনেত্রী জয়া বচ্চন অক্ষয়ের এই ছবিকে কটাক্ষ করেছেন। যা শুনে অনেকಞের অবাক হয়েছেন। একটি ভাইরাল ভিডিয়োতে জয়াকে বলেতে শোনা গিয়েছে যে, তিনি কখনওই এমন নামের ছবি দেখবেন না। তাছাড়াও ছবিটিকে তিনি ফ্লপও বলেন।
এক সাক্ষাৎকারকে প্রোপাগান্ডা ফিল্ম প্রসঙ্গে ‘টয়লেট: এক প্রেম কথা’ কথা উঠে আসায় সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন বলেন, ‘শুধু নামটা শুনেই আমি এমন ছবি কখনও দেখতে যাব না। ‘টয়লেট: এক প্রেম কথা’, এটা কি কোনও নাম? দয়া করে বলুন আপনাদের মধ্যে কতজন এ ধরণ🌳ের নামের ছবি দেখতে যাবেন? এত লোকের মধ্যে ৪ জন হাত তুলছে, খুব দুঃখজনক। এটা তো ফ্লপ, ফ্লপ ছবি। আজকাল তো রাজনৈতিক দলগুলিও ছবি তৈরি করছে।' আর জয়ার এই বক্তব্যেই ক্ষেপে লাল 𒆙নেটিজেনরা।
আরও পড়ুন: অজয় দেবগন এবং জাহ্নবী কাপুর হাজির মুম্বইয়ের কৃষ্ণ কালী মন্দিরে! তাহলে কি নতুন কোনও কা🔴জের খবর?
৭৫ কোটি টাকা বাজেটে নির্মিত অক্ষয় কুমার ও ভূমি পেডনেকার অভিনীত 'টয়লেট: এক প্রেম কথা' শুধুমাত্র দর্শকদের কাছে প্রশংসাই পায়নি, বিশ্বব্যাপী ৩১১.৫ কোটি টাকা আয়ও করেছে। শুধু ভারত নয়, চিনেও ছবিটি সাফল্য পেয়েছিল। সেই সময় এই ছবি রীতিমতো বক্স অফিসে ঝড় তুলেছিল। সেই সময় অক্ষয়ের সবচেয়ে বেশি আয় করা ছবি হয়ে ওঠে এটি। এছাড়াও ২০০৭ সালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি হয়েছিল। এখানেই শেষ নয়। ছবি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি হওয়া ছবি যা, ভারতের স্যানিটেশন অবস্থার উন্নতি এবং খোলা জায়গায় মলত্যাগের সমস্যা দূর করার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুরু করা স্বচ্ছ ভারত অভিযানের সঙ্গে ছবিটির মুক্তির ফꦺলে, সেই বছরের শেষဣে প্রায় ৬০ মিলিয়ন টয়লেট নির্মাণ করা হয়েছিল বলেও জানা যায়। তাই জয়ার ইন্ডিয়া টিভি অনুষ্ঠানে বলা ‘এটা কি কোন নাম?' কথাটির বিরুদ্ধে অনেকেই সরব হয়েছেন।
এই ছবির বিরুদ্ধে কটাক্ষ করার জন্য অনেকেই জয়াকে ট্রোলও করছেন। এক নেটিজেন লিখেছেন, ‘টয়লেট খুব ভালো ছবি! এটা জনসমক্ষে যে বিষয় নিয়ে খুব একটা আলোচনা হত না সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছে। আমি মনে করি এটা একটা হিট ছবি।’ অন্য একজন অনুরাগী লিখেছেন, ‘কতটা হাস্যকর। এ🦄ই ছবিটি গ্রামে থাকা ভারতীয় নারীদের সমস্যা সম্পর্কে একটা ভালো বার্তা ছিল। 🥀ওঁর মতো মানুষেরা বিলাসবহুল জীবনযাপন করে, এই সব কথা বলে। অক্ষয় খুবই ভালো কাজ করেছিলেন।’
আরেকজন নেটিজেন শেয়ার করেছেন, ‘এটা ফ্লপ ছিল না, এটা বক্স অফিসে হিট ছিඣল।’ আর এক জন লেখেন, ‘যাঁদের টয়লেট ছিল না, এই ছবিটি তাঁদের মাসিকতার পরিবর্তন করেছে।'
তবেই এতেই ক্ষান্ত হননি নেটিজেনরা অনেকে অমিতাভ পুত্রকেও ট্রোল করেছেন। একজন লেখেন, ‘ওঁকে জিজ্ঞাসা করুন ওঁর ছেলে অভিষেকের ছবি কতজন দেখতে যায়, একজনও হাত তুলবে না।’ আর একজন লেখেন, ‘জয়া বচ্চন বলেছেন টয়লেট এক প্রেম কথা, প্যাডম্যানের মতো নামের ছবি কেউ দেখবে না। টয়লেট এক প্রেম কথা- ২১৬ কোটি, প্যাডম্যান- ১৯১ কোটি টাকা আয় করেছিল। অভিষেকের ছবির চেয়ে অনেক বেশি। তাছাড়াও অমিতাভ বচ্চনকে ’পিকু' ছবিতে শুধু টয়লেট স🌳ম্পর্কেই কথা বলতে শোনাগিয়েছে।'