রিয়েলিটি শোগুলো যেমন দর্শকদের সামনে নতুন নতুন ট্যালেন্ট তুলে আনে তেমনই এই প্রতিভাদের একটি মঞ্চ দিয়ে তাঁদের পরিচিতি গড়ে ত📖োলে। তেমনই এক প্ল্যাটফর্ম হল জি বাংলার সারেগামাপা। এখানেই একবার প্রতিযোগী হিসেবে ছিলেন নোবেল। বাংলাদেশি এই গায়কের গানের জাদুতে মুগ্ধ হয়েছিল দুই বাংলা। দুই বাংলাতেই গড়ে ওঠে তাঁর বিপুল জনপ্রিয়তা এবং ভক্ত। কিন্তু এই শো থেকে বেরোনোর পরই♊ গায়কের নাম একটার পর একটা বিতর্কে জড়াতে থাকে।
গায়ক সম্প্রতি বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলোকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান তিনি আড়ালে থাকতে চান। কিন্তু কেন? এই বিষয়ে তিনি বলেন, 'এই শোয়ের জন্য যে খ্যাতি পেয়েছি, যে নাম ♛ডাক হয়েছে সেটা মনে হয় যেন ধার করা। তাই আমি সেই নোবেলকে ভুলে থাকতে চাই। আমি চাই নাꦺ আমি সারেগামাপার নোবেল হিসেবে পরিচিতি পাই। আমি চাই না এই ধার করা জনপ্রিয়তা।'
কিন্তু কেন তিনি এই পরিচিতিকে ধার করা পরিচিতি হিসেবে মনে করেন? তাঁর বক্তব্য কী? নোবেলের বক্তব্য হল তিনি সারেগামাপা শোতে যা যা গেয়েছেন সে সব গানই অন্য শিল্পীদের গান। অন্য শিল্পীদের গান গেয়ে তিনি পরিচিতি পেয়েছেন তাই এটা তাঁর নিজের পরিচিতি নয়। গায়কের বক্তব্য অনুযায়ী, 'আমার আত্মসম্মানে লাগে। আসলে একজন শিল্পীর আসল পরিচয় হয় তাঁর নিজের গানে। আমার ১০টি প্রকাশিত হয়েছে। একটা অ্যালবাম বেরিয়েছে ১৪টা গান নিয়ে। এর মধ্যে যদি দুটো গান হিট করে যায় সেটাও অনেক। এতদিনে আমার গাওয়া গানগুলোর দু একটা নিয়ে 📖চর্চা হয়েছে মাত্র। তাই আমি চাই দর্শকরা আমার আগের ভার্সন ভুলে যাক।'
নোবেল আসলে না চাইলেও তাঁর সঙ্গে বিতর্ক জড়িয়েই যায়। কিছুদিন আগেই গায়ক তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি রহস্যজনক পোস্ট করেন। সেই নিয়ে তাঁর ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক চর্চা। তাঁর পোস্টে মৃত্যুর আভাস ছিল স্পষ্ট। গায়ক তাঁর সেই লেখায় বলেছিলেন তাঁর সঙ্গে নাকি সব খারাপ হচ্ছে। তাঁর মন ভেঙেছে, তিনি মাদকাসক্ত হয়েছেন। তাঁর মাথা ফেটে ৭০টা সেলাই পড়েছে বলেও জানান গায়ক। তাঁর কথা অনুযায়ী, 'আমার কেরিয়ার শেষ।।এখন আমার কাছে কেবল মৃত্যুই বাকি আছে। সেটা এলে সেটাকেও গ্রহণ করে নেব।' তিনি তাঁর পোস্টে তাঁর প্রাক্তন স্ত্রীর কথাও উল্লেখ করেন। বলেন এখন তাঁর প্রাক্তন ভীষণ খুশি তাঁর পরিণতি দেখে। যদিও তাঁর ভক্তরা কিন্তু এই পোস্ট দেখে ভীষণই উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু কেউ কেউ আবার তাঁকেই দায়ী করেন নিজের হাতে নিজের কেরিয়ার শেষ করার জন্য। এ🗹ক ব্যক্তি সেই জন্য তাঁর এই পোস্টে লেখেন, 'বাংলাদেশে আয়ুব বাচ্চুর পর হয়তো আপনার নাম নেওয়া হতো। কিন্তু আপনি নিজেই সেই রাস্তা বন্ধ করলেন। নিজেই নিজের কেরিয়ার শেষ করেছেন।' অনেকেই আবার তাঁকে ঠিকভাবে চলার পরামর্শ দেন।