মঙ্গলবার রাতেই জীবনকে 'আলবিদা' জানিয়েছেন বাপ্পিদা। চিরঘুমের দেশে আচমকাই চলে গেলেন ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ি। কিন্তু বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়নি। একমাত্র ছেলে বাপ্পা লাহিড়ির পথ চেয়ে বসেছিল পরিবার। সূদূর ল🎐স অ্যাঞ্জেলস থেকে আজ (বৃহস্পতিবার) ভোরে মুম্বইয়ে ফিরল বাপ্পা। এয়ারপোর্টে স্ত্রী,পুত্র-সহ লেন্সবন্দি হন বিধ্বস্ত বাপ্পি লাহিড়ি পুত্র।
বাপ্পি লাহিড়ির গান মুগ্ধ করেছে প্রজন্মের পর প্রজন্মকে। আশির দশকে হিন্দি ছবির গানের দিশা বদলে দিয়েছিলেন এই বাঙালি সংগীত পরিচালক। মঙ্গলবার রাতেই প্রয়াত হয়েছেন কিংবদন্তি শিল্পী, তবে মৃত্যুর খবর প্রকাশ্যে আনা হয় বুধবার সাত সকালে। আজ মুম্বইয়ে🍷র পবনহংস মহাশ্মশানে শেষকৃত্য সম্প⭕ন্ন হবে এই বাঙালি সংগীত শিল্পীর।
গতকাল বাপ্পি লাহিড়ির পরিবারের তরফে আনুষ্ജঠানিক বিবৃতিতে জানানো হয়েছিল, ‘আমাদের কাছে এটা চরম শোকের একটা মুহূর্ত। আমাদের প্রিয় বাপ্পিদা আমাদের ছেড়ে পরোলোকে পাড়ি দিয়েছেন…. ওঁনার আত্মার জন্য দয়া করে শান্তি কামনা করুন’।
গত মাস থেকে একটানা ২৯দিন মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ি। সোমবারই জন্য বাড়ি ফিরেছিলেন বাপ্পিদা। কিন্তু মঙ্গলবার দুপুরে তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটলে, তড়িঘড়ি ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সক দীপক নমজোশি সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘বাপ্পিদা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (OSA) এবং বুকে সংক্রমণে ভুগছিলেন। একটানা ২৯দিন এই নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে সুস্থ হয়ে ১৫ই ফেব্রুয়ারি বাড়ি ফেরেন শিল্পী। কিন্তু বাড়িতে একদিন থাকবার পরেই ওঁনার শারীরিক পরিস্থিতি ফের বিগড়ে যায়। আ꧋শঙ্কাজনক অবস্থায় তাঁকে ফের হাসপাতালে আনা হয়েছিল, তবে এবার আর শেষ রক্ষা হল না। রাত ১১.৪৫ মিনিটে মৃত্যু হয় তাঁর। গত বছর উনি কোভিড আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় ভুগছিলেন তিনি’।
বাপ্পি🐈 লাহিড়ির দুই সন্তান মেয়ে রিমা লাহিড়ি ও ছেলে বাপ্পা লাহিড়ি। নভেম্বর মাসে ‘সারেগামাপা’র মঞ্চে হাজির হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। শেষবার তিনি প্রকাশ্যে আসে𒐪ন সলমন খানের 'বিগ বস' ১৫-র মঞ্চে। নাতি স্বস্তিকের গান ‘বাচ্চা পার্টি’র প্রচারে সেখানে পৌঁছেছিলেন বাপ্পি লাহিড়ি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সংগীত জগতে।