প্রথমে লতা মঙ্গেশকর, তারপর সন্ধ্যা মুখোপাধ্যায় আর তারপর বাপ্পি লাহিড়ি, সঙ্গীত জগতের তিন নক্ষত্রের পতন হল দিনকয়েকের মধ্যেই। এ ক্ষতি সত্যি অপূরণীয়। মঙ্গলবার মধ্যরাতে মৃত্যু হল বাপ্পি লাহিড়ির। দীর্ঘ একমাস ধরে অসুস্থ ছিলেন। গত বছর করোনা আক্রান্তও হন তিনি। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং ꦏফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। ২৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। শরীর কিছুটা সুস্থ হওয়ায় সোমবার তাঁকে বাড়ি নিয়ে আসা হয়। কিন্তু মঙ্গলবার ফের অবস্থা সঙ্কটজনক হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
গানের পাশাপাশি বাপ্পি লাহিড়ি জনপ্রিয় ছিলেন তাঁর ফ্যাশনের জন্য। ভারতের ‘গোল্ড ম্যান’ হিসেবেও পরিচিত ছিলেন তিনি। সোনার গয়না, রঙিন সানগ্লাসে ভিড়ের মধ্যেও আলাদা হয়ে থাকতেন এই প্রতিভাধর। গয়নার প্রতি ঝোঁক বরাবরের। হাতে চওড়া ব্রেসলেট, গলায় নানান মাপের সোনার গয়না পরে থাকতেন তিনি। 🐷আর তা আকৃষ্ট করেছিল প্রয়াত কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনকেও! শুধু তাই নয় বাপ্পির নাম শুনে মাইকেল জ্যাকসন জানিয়েছিলেন তিনি বাপ্পির 'জিম্মি জিম্মি' গানখানি শুনেছেন এবং তা তাঁর ভারি পছন্দের।
বাপ্পির গলায় হরেক কিসিমের সোনার গয়না দেখে বিস্মিত হয়েছিলেন জ্যাকসন। এতটাই য🐷ে নিজে এসে বাপ্পির সঙ্গে আলাপ করেন, জানতেও চেয়েছিলেন ওই সোনার গয়নার ব্যাপারে। নিজের মুখে এই ঘটনার কথা একবার প্রকাশ্যে ফাঁস করেছিলেন বাপ্পি নিজেই। কপিল শর্মার শো-এর এক পর্বে অতি꧋থি হিসেবে হাজির হয়েছিলেন 'ডিস্কো কিং'। সেখানেই কথাপ্রসঙ্গে 'এম জে'-এর সঙ্গে তাঁর সাক্ষাৎকারের ঘটনাটির কথা বলেছিলেন তিনি।
বাপ্পির কথায়, 'মাইকেল জ্যাকসন যখন মুম্বইয়ে এসেছিলেন, এটি তখনকার ঘটনা। ওঁর কাছাকাছি একটি জায়গায় বসেছিলাম আমি। এমন সময়ে আমার গলায় থাকা সোনার গণেশের হারটি ওঁর নজরে আসে। ব্যাস! এরপরে উনি নিজেই আমার কাছে এসে হ🦹ঠাৎ সেই হারের দারুণ প্রশংসা করে আমার নাম জানতে চান। নিজের পরিচয় দিয়েছিলাম। শোনামাত্রই জ্যাকসন ফের জিজ্ঞেস করেন যে আমি সংগীত পরিচালক কি না? জবাব দিয়ে জানিয়েছিলাম 'ডিস্কো ডান্সার' ছবির সুর আমারই তৈরি ꦜকরা। শুনেই ভারি খুশি হয়ে জানিয়েছিলেন যে উনি ওই ছবির 'জিম্মি জিম্মি' গানটি শুনেছেন এবং তা তাঁর দারুণ ভালো লেগেছে।'
প্রসঙ্গত, সোনার গয়না পরার কারণ নিজেই জানিয়েছিলেন একবার নিজের সাক্ষাৎকারে।বাপ্পি বলেছিলেন, ‘গোল্ড ইজ মাই গড! 'জানিয়েছিলেন আমেরিকান রকস্টার এলভিস প্রেসলির থেকেই তিনি উৎসাহ পেয়েছিলেন এই ব্য📖াপারে। বলেছিলেন,'আমি ছিলাম প্রেসলির বড় ভক্ত। আমি ভাবতাম আমি যদি কখনও সাফল্য পাই, তাহলে আমি নিজের ইমেজ আলাদাভাবে তৈরি করব। ভগবানের আশীর্বাদে আমি সোনা দিয়ে তা করতে পেরেছি। অনেক লোকই ভাবেন আমি দেখনদারির জন্য সোনার গয়না পরি। কিন্তু তা সত্যি নয়। সোনার আমার জন্য খুব পয়া।’