জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড বরাবরই জনপ্রিয়। জি-র ধারাবাহিকের চরিত্রগুলির মধ্যে থেকে সেরার সেরাদের বেছে নিয়ে পুরস্কৃত করা হয়ে থাকে। সাথে মনমাতানো নাচ, গান তো থাকেই। আর এই জি বাংলার মঞ্চে দাঁড়িয়েই প্রয়াত বাবা বাপ্পি লাহিড়িকে শেষ সম্মান জানালেন ছেলে বাপ্পা লাহিড়ি। বাপ্পি মারা যাওয়ার সময় দেশে ছিলেন না তিনি। খবর ✃পেয়ে তড়িঘড়ি স্ত্রী-সন্তান নিয়ে দেশে ফেরেন।
জি বাংলা ২০২২ সোনার সংসার অ্যাওয়ার্ডের মঞ্চ মাতালেন বাপ্পা লাহিড়ি। ডিস্কো কিং বাপ্পিকে গান গেয়ে সম্মান জানাল ছেলে। ২০২২🔯 সালের শুরুতেই সংগীতের মহারথী চলে গিয়েছেন সকলকে কাঁদিয়ে। প্রথমে লতা মঙ🍸্গেশকর, তারপর বাপ্পি লাহিড়ি, আর তারপর সন্ধ্যা মুখোপাধ্যায়।
প্রথমে বাপ্পি লাহিড়ির গাওয়া গান পরিবেশন করেন জাভেদ আলি। তারপর জাভেদের অনুরোধেই মঞ্💛চে উঠে আসেন বাপ্পা। ‘কাভি আলবিদা না কহেনা’ গানটি🀅 এরপর গেয়ে শোনান তিনি।
১৫ ফেব্রুয়ারি মাত্র ৬৯ বছর বয়সে প্রয়াত হন বাপ্পিদা। রেখে যান তাঁর সংগীতের বিশাল ভাণ্ডার। বরাবরই ফ্যাশন আইকন হিসেবে নাম আসত তাঁর। বলিউডকে ডিস্কো গানের সাথে পরিচিতি করানোর পিছনেও তাঁর বড় হাত ছিল। তাই তো তিনি সশরীরে উপ🍌স্থিত না থাকলেও তার গানগুলি আজীবন সঙ্গীতপ্রেমী মানুষের মনে গেঁথে থেকে যাবে।