মাসখানেকের বেশি হয়ে গেল বক্স অফিসে মুক্তি পেয়েছে বার্বি। এখনও এটি রীতিমত একের পর🌊 এক রেকর্ড ভেঙে চলেছে। কিছুদিন আগেই এই ছবিটি তাদের দেশে দ্য সুপার মারিও ব্রোজ মুভির রেকর্ড ভেঙে সেখানকার ২০২৩ সালের এখনও পর্যন্ত সব থেকে বেশি আয় করা ছবির তকমা পেয়েছে। আর এখন বিশ্বজুড়ে সেই রেকর্ড আবার ভাঙতে চলেছে।
সুপার মারিও ছবি𝔍টি আমেরিকায় ৫৭৪ মিলিয়ন ডলার আয় করেছিল। বুধবার বার্বি সেটা ছাপিয়ে গিয়েছে। বর্তমানে আমেরিকায় বার্বির মোট আ𒈔য় হল ৫৯৪ মিলিয়ন ডলার। আর বিশ্বজুড়ে এই ছবিটি মোট ১.৩৪ মিলিয়ন ডলার আয় করেছে। অন্যদিকে সুপার মারিও বিশ্বজুড়ে মোট ১.৩৫৮ মিলিয়ন ডলার রোজগার করেছিল। ফলে বুঝতেই পারছেন দুই ছবির মোট আয়ের ফারাক আর নামমাত্র।
এখন বক্স অফিসে ♛বার্বির সঙ্গে জোর টক্কর হচ্ছে গ্র্যান তুরিমোর সঙ্গে। জুলাই মাসে মুক্তি পায় বার্বি। প্রথম সপ্তাহে এটি ১৫২ মিলিয়ন ডলার আয় করেছিল। তখন বক্স অফিসে এটার সঙ্গে টক্কর জমেছিল ওপেনহাইমারের।
আরও পড়ুন: বক্স অফিসে ‘বার্বি’ ম্যাজিক, ১ বিলিয়ন ডলারের গণ্👍ডি টপকে ইতিহাস গড়ল গ্রেটার ছবি
আরও পড়ুন: 'বার্বি' সিন𝄹েমা দেখে এমন সাজলেন প্রীতি! ‘তুমিই পারফেক্ট বার্বি', বললেন ইউলিয়া
বার্বি যে কেবল এই বছরের সব থেকে বেশি আয় করা ছবি হয়েছে এমনটা একদমই নয়। এটা সব থেকে বেশি 🌠আয় করা ছবি যা একজন মহিলা পরিচালক তৈরি করেছেন। ওয়ার্নার ব্রাদার্সে♑র সব থেকে বেশি আয় করা ছবিও এটি হতে চলেছে বটে, তাও খুব শীঘ্রই। হ্যারি পটারের রেকর্ড ভাঙতে আর কিছু সময়েরই অপেক্ষা!
বার্বি ছবিটির পরিচালনা করেছেন গ্রেটা জারউইগ। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মারগট রবি এবং রায়ান ꦑগসলিং। এছাড়াও উইল ফেরেল, এমা ম্যাকে, সিমু লিউ, মাইকেল সেরা, প্রমুখ।