‘জোজো’, এই নামটির সঙ্গে নিশ্চয় নতুুন𒉰 করে আলাপ করাতে হবে না! সম্প্রতি বাংলা সারেগামাপা-এর দৌলতে বিচারক হিসাবে মাঝে মধ্যেই আলোচনায় উঠে আসছেন জোজো। তবে এবার সারেগামাপা নয়, ফেসবুকের পাতায় উঠে এসেছে শিল্পীর একটি শো চলাকালীন কিছু মুহূর্তের ভিডিয়ো। যেখানে বেশ মজাদারভাবে ধরা দিয়েছেন গায়িকা।
ভ💜িডিয়োতে দেখা যাচ্ছে, একটা খোলা মাঠে তৈরি স্টেজে উঠে শো করছিলেন মিস জোজো। সে সময় সেখানে ঘোরাফেরা করছিলেন বহু ফেরিওয়ালা। ভিডিয়োতে এমনই কোনও এক ফেরিওয়ালাকে দেখে জোজো মঞ্চ থেকেই প্রশ্ন করে বসেন, ‘ওটা কী চিপস নাকি! সাবুভাজা! আলুভাজা! ধ্য়াৎ ঠিক করে বলছে না।’ পরক্ষণেই আ🔴বার একজন লজেন্স ওয়ালাকে দেখে ডাকলেন 'এই লজেন্স…,' ফেরিওয়ালাকে বললেন, ‘একটু দাও না ঝাল ঝাল লজেন্সটা, ওই যে ঝাল ঝাল লজেন্স, আরেকটা ওই কমলালেবুর মতো, জিভে দিলে লাল লাল হয়ে যাবে।’ ফের জিগ্গেস করলেন, ‘কত দাম? বলো, ২০ টাকা? ১০ টাকা! দুটো ২০ নাকি ১০! এই জগন্নাথ ১০ টাকা দে..।’ ফের লজেন্স হাতে বললেন, ‘কত দিন পড়ে পেলাম… দাঁড়া লোভ সামলাতে পারছি না, এই এটা খোল তো, ঝালটা খোল…’। সহকর্মী মিউজিশিয়ানকে বললেন জোজো।