শর্তসাপেক্ষ জামিন পেলেন মাদককাণ্ডে গ্রেফতার কমেডিয়ান ভারতী সিং ও হর্ষ লিম্বোচিয়া। শনিবার এনসিবির হাতে গ্রেফতার হন ভারতী সিং ও হর্ষ। গতকাল তাঁদের আদালতে পেশ করা হলে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এই দম্পতির বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত।সোমবার তাঁদের জামিনের আবেদেনর শুনানি নির্ধারিত ছিল। মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালত আজ ১৫ হাজার টাকার পৃথক ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তি দিল হর্ষ ও ভারতীকে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে মাদকযোগের তদন্ত চালাচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এই মামলায় গ্রেফতার মাদকপাচারকারীদের দেওয়া খবরের সূত্র ধরে শনিবার ভারতীর অন্ধেরি, লোখান্ডওয়ালা এবং বাড়ি এবং অফিসে তল্লাশি চালান এনসিবির আধিকারিকরা। তাঁদের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয়। এরপর শনিবার দুপুরেই দুজনকে আটক করে নিয়ে আসা হয়েছিল এনসিবির ব্যালাড এসস্টেটের অফিসে। সাড়ে তিন ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় ভারতীকে গ্রেফতার করে এনসিবি। গভীর রাতে হর্ষ লিম্বোচিয়াকেও গ্রেফতার করা হয়। সংবাদসংস্থা পিটিআইকে এনসিবির এক আধিকারিক জানান, তল্লাশির সময় ৮৬.৫ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে ভারতী-হর্ষের ফ্ল্যাট থেকে। যা মাদক আইনের আওতায় 'স্বল্প পরিমাণ' হিসেবে বিবেচিত হয়। এটি রাখার জন্য সর্বাধিক ছ'মাস জেল বা ১০,০০০ টাকা জরিমানা হতে পারে। বা জেল ও জরিমানা দুটোই হতে পারে।রবিবার দুপুরে ভারতী এবং হর্ষকে মুম্বইয়ের একটি আদালতে পেশ করা হলে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত তাঁদের (ভারতী ও হর্ষ) বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল, তবে আজ বিশেষ এনডিপিএস আদালত অভিযুক্তদের জামিন মঞ্জুর করেছে।এক দশক ধরে ভারতীয় টেলিভিশনে নিজের কমেডির জাদুতে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন ভারতী। দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের চার নম্বর সিজন দিয়ে টেলিভিশনের পর্দায় জার্নি শুরু হয়েছিল ভারতীর। এরপর কমেডি সার্কাস, কমেডি নাইটস,দ্য কপিল শর্মা শোয়ের মতো একাধিক হিট কমেডি শোয়ের অংশ থেকেছেন ভারতী।২০১৭ সালের ৩রা ডিসেম্বর চিত্রনাট্যকার, লেখক হর্ষ লিম্বোচিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ভারতী। একসঙ্গে নাচ বলিয়ে, খতরোকে খিলাড়ির মতো শোতে অংশ নিয়েছেন তাঁরা। নিজেদের প্রযোজনা ও সঞ্চালনায় ‘খতরা খতরা খতরা’ শো লঞ্চ করেছিল এই জুটি, যা ব্যাপক জনপ্রিয়তা পায়। আপতত সোনি টিভিতে ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার’ শো যৌথভাবে সঞ্চালনা করেছেন হর্ষ-ভারতী।